Mamata Banerjee on Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। এই সংস্থার অফিসে তল্লাশি নিয়ে প্রেস বিজ্ঞপ্তিও জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে তারা দাবি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত সংস্থার ডিরেক্টর ছিলেন। এবছরের শুরুতে আদালতে রিপোর্ট পেশ করে ইডি জানায়, তাঁরা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু করেছে। এবার এই সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
লোকসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে সভা থেকে মুখ্যমন্ত্রী অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে মুখ খুললেন। বলেন, 'গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না।' মমতা মঙ্গলবার বলেন, 'অভিষেক তো ইয়ং ছেলে, ওকে কিছু না কিছু তো করতে হবে যখন বিয়ে করেছে। ২টো বাচ্চা আছে। খাওয়াবে কী? কিছু তো করতে হবে। ঘরে বসে থাকলে তো খাবার পাওয়া যাবে না। ওঁর একটা বিজনেস ছিল। সব প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছে।'
গত বছরের ২১ আগস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে অভিযান চালায় ইডি। লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্টও। এবার লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তি অ্য়াটাচ নিয়ে মুখ খুললেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন অভিষেকের কথা বলতে গিয়ে বলেন, 'আমি আগে কখনও এই কথা বলিনি। কারণ, আমরা লড়াই করছি। আমাদের যা আছে তোমরা নিয়ে নাও। কিন্তু গণতন্ত্রকে ধ্বংস কোরো না।'