scorecardresearch

‘ভয় পেয়েছে, নবজোয়ার আটকানোর চেষ্টা’, অভিষেককে CBI সমন নিয়ে বড় অভিযোগ মমতার

‘ কিন্তু অভিষেককে ডেকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না।’

mamata banerjee addresses virtually in bankura nabajoar meeting , 'ভয় পেয়েছে, নবজোয়ার আটকানোর চেষ্টা', অভিষেককে CBI সমন নিয়ে বড় অভিযোগ মমতার
মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সিবিআই তলব পেয়ে কলকাতামুখী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে পাত্রসায়রে নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়ালভাবে ভাষণ দিলেন ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেককে সিবিআই সমন পাঠানো নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন তৃণমূল চেয়ারপার্সন। মমতার দাবি, ‘অভিষেককে বিজেপি ভয় পায়, তাই নবজোয়ার কর্মসূচি আটকাতেই ওকে ডাকা হয়েছে। কিন্তু অভিষেককে ডেকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না।’

বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে এদিন কী বলেছেন মমতা?

  • ‘সিবিআই, ইডি তৃণমূলকে ভয় পায়।’
  • ‘অভিষেককে বিজেপি ভয় পায়।’
  • ‘নবজোয়ার কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু অভিষেককে তর্জন, গর্জন করে আটানোর চেষ্টা করে কিছু করতে পারবে না।’
  • ‘তৃণমূল কংগ্রেস শুধু জনগণের পরিবার।’
  • ‘বিজেপিকে দেশ থেকে না তাডা়নো পর্যন্ত লড়াই থামাব না।’
  • ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করবে না।’
  • ‘অভিষেককে আটকালে আমি নবজোয়ারে যাব।’
  • ‘এত মার খেয়েও আমি এখনও যা করতে পারি, বিজেপির ট্রাবল ইঞ্জিন তা করতে পারে না। বিজেপি নেতারা আমার দল, আমার পরিবারের পেছনে লেগে আছে। ‘
  • ‘অভিষেকের সঙ্গে আজ আমার তিন বার কথা হয়েছে আমি ওকে বললাম সময় নিয়ে নে। বাঁকুড়া,পুরুলিয়া করে চলে আসবি। একটা ছেলে ২৫ দিন ধরে বাইরে। ঠিক করে খাওয়া, ঘুম হয়নি।’
  • ‘কর্ণাটকে শুধু ব্যর্থতা নয়, দেখবেন বাকি সব জায়গায় হারবে। উত্তরপ্রদেশ ও গুজরাত নিয়ে থাকবে। অভিষেক বন্দোপাধ্যায়কে আটকে দিয়ে যদি কেউ ভাবে নবজোয়ার আটকে দেবে সে ভুল করছে।’

মমতার মতই একই অভিযোগ এদিন করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘সারদা, নারদা, কয়লা, গরু— কোনও মামলাতেই আমার বিরুদ্ধে কিচ্ছু পায়নি। ওরা আমার স্ত্রী, আইনজীবী এমনকি আপ্ত সহায়ককেও ছাড়েনি। কিন্তু কিচ্ছু পায়নি। কিন্তু আমার গলা কেটে ফেললেও জয় বাংলা’ই বেরোবে। প্রকৃতি সর্বশক্তিমান। কিন্তু এখানে প্রমাণ হয়েছে মানুষই সর্বশক্তিমান। বৃষ্টিও আঁচড় কাটতে পারেনি। বর্ষার সময় মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছে। ৪২ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যেও মানুষ ভিড় করেছেন। তৃণমূলের নবজোয়ার যাত্রাকে থমকে দিতে চায় ওরা।’

কুন্তল ঘোষের চিঠি মামলায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে নোটিসদিয়েছে সিবিআই। শনিবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে নবজোয়ার যাত্রা বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee addresses virtually in bankura nabajoar meeting