Advertisment

Mamata Banerjee on Kartik Maharaj: 'BJP-র চিহ্ন বুকে লাগিয়ে ঘুরুন', ফের মমতার নিশানায় ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ

Lok Sabha Election 2024-Mamata Banerjee: আইনজীবী মারফত এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। ৪ দিনের মধ্যে তাঁর চিঠির জবাব না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে হুগলির গোঘাটের সভা থেকেও কার্তিক মহারাজকে বেনজির নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যেপাধ্যায়ের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই আইনি চিঠি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee again attacks Kartik Maharaj

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee on Kartik Maharaj: আবারও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। এদিন ফের একবার বাঁকুড়ার ওন্দার জনসভা থেকে কার্তিক মহারাজের নাম নিয়ে তুলোধনা তৃণমূলনেত্রীর। "এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন।" ভরা মঞ্চ থেকে এভাবেই কার্তিক মাহারাজকে এদিনও আক্রমণ তৃণমূল সুপ্রিমোর।

Advertisment

ফের কার্তিক মহারাজকে দুষে কী বলেছেন তৃণমূলনেত্রী?

"আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেননি, তৃণমূল কংগ্রেসের। ভোটের দু'দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব। আগে অধীর করতেন, এখন বিজেপি করেন।"

রেজিনগরে দাঙ্গার দায় কার্তিক মহারাজের ঘাড়েই চাপালেন তৃণমূলনেত্রী…

"মুর্শিদাবাদের যে জায়গায়টায় রেজিনগরে ভোটের দু'দিন আগে দাঙ্গা করেছিল। সেখানে ওনার আশ্রম। উনি আশ্রম চালান, আমার কোনও আপত্তি নেই। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন? বলল কার্তিক মহারাজ বলেছেন এখানে তৃণমূলের এজেন্ট বসতে দেব না। কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি। আমি যেটা বলি সেটা প্রমাণ ছাড়া বলি না। বাংলায় তৃণমূলের এজেন্ট বসবে না, ভোটের দু'দিন আগে দাঙ্গা করিয়ে দেবে। তাদের আমি ছেড়ে দেব?"

আরও পড়ুন- Mamata Banerjee-Kartik Maharaj: মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের, কী লিখলেন জানেন?

এদিকে, আইনজীবী মারফত এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। ৪ দিনের মধ্যে তাঁর চিঠির জবাব না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে হুগলির গোঘাটের সভা থেকেও কার্তিক মহারাজকে বেনজির নিশানা করেছিলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যেপাধ্যায়ের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই আইনি চিঠি।

আরও পড়ুন- Lok Sabha Election 2024-Thakurnagar: ‘প্রতিবার ভোট দিই, আর কীভাবে নাগরিকত্বের প্রমাণ?’, CAA নিয়ে দ্বিধাবিভক্ত ঠাকুরনগর বুথের লাইনে

Mamata Banerjee Bharat Sevashram Sangha Kartik Maharaj
Advertisment