scorecardresearch

‘LIC, ব্যাঙ্কের টাকা যাচ্ছে আদা…..’, মমতার ইঙ্গিতপূর্ণ বক্তৃতা জোর চর্চায়

সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী।

cm mamata banerjees surprise visit at nabanna , 'বেশিরভাগ চেয়ার ফাঁকা কেন?‌', হঠাৎ নবান্ন পরিদর্শনে 'বিরক্ত' মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে এবার কি গৌতম আদানিকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী? খোলসা না করলেও এদিন হাওড়ার পাঁচলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার একাংশ ছিল বেশ ইঙ্গিতপূর্ণ। বৃহস্পতিবার পাঁচলায় সরকার পরিষেবা প্রদান অনুষ্ঠানে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে বিঁধতে গিয়ে এদিন তিনি বলেন, ‘এলআইসি, ব্যাঙ্কে টাকা রাখছেন। সেই টাকা আদার ব্যাপারিদের ঘরে চলে যাচ্ছে।’ সরাসরি আদানি গোষ্ঠীর নাম না করলেও এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মোদী ঘনিষ্ঠ তাবড় শিল্পপতিকে নিশানা করতে পারেন বলেও মনে করছেন কেউ কেউ।

ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা-সহ একাধিক ক্ষেত্রে বাংলার প্রাপ্য কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, ‘ ১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা কেন্দ্র দিল না। কেন্দ্রকে অনুরোধ করব, গরিবের টাকা মারবেন না। আবাস যোজনা প্রকল্পও বন্ধ করে দিয়েছে। ১১ লক্ষ লোকের বাড়ির টাকা পড়ে আছে। আবাস যোজনার টাকা কেন্দ্র একা দেয় না। রাজ্যের টাকা তুলে নিয়ে গিয়ে রাজ্যকে তার ভাগই দিচ্ছে না।’

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘এলআইসি, ব্যাঙ্কে টাকা রাখছেন, সেই টাকা আদার ব্যাপারিদের ঘরে চলে যাচ্ছে। যে কোনও দিন বলবে ব্যাঙ্ক, পোস্ট অফিস তুলে দাও। মানুষ যাবে কোথায়? শুধু ঢাক-ঢোল পিটিয়ে নিজেদের প্রচার করে। গরিবের অন্ন কেড়ে নেয়।’ উল্লেখ্য, উল্লখ্য, আমেরিকার শেয়ার সংক্রান্ত সংস্থা হিন্ডেনবার্গ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠীর শেয়ারদর কমে যায়।

আরও পড়ুন- কেন ‘জয় বাংলা’ স্লোগান’ তাঁর এত প্রিয়? এতদিনে সত্যিটা সামনে আনলেন মমতা

কোটি কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় সংস্থাকে। আদানি গোষ্ঠীর এই বিপর্যয় নিয়ে দেশেও হইচই পড়ে গিয়েছে। বিরোধীদের অভিযোগ, দেশের একাধিক ক্ষেত্রে মোদী ঘনিষ্ঠ এই শিল্পপতির বিপুল বিনিয়োগ রয়েছে। তাঁর এই বিপর্যয়ের মারাত্মক প্রভাব ব্যাঙ্ক, এলআইসি-র উপরেও পড়তে পারে বলে আশহ্কা করছেন বিরোধীদের কেউ কেউ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee again spoke about central deprivation