Advertisment

তৃণমূলের মিশন ত্রিপুরা! অভিষেককে সঙ্গে নিয়ে প্রচারে ঝড় তুলতে যাচ্ছেন মমতা

৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচন হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee and abhisek anerjee tripura visit update

অভিষেককে সঙ্গে নিয়ে আজ ত্রিপুরায় তৃণমূল সুপ্রিমো।

তৃণমূলের মিশন ত্রিপুরা! আজই ত্রিপুরা সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই এবার তৃণমূলনেত্রীর ত্রিপুরা সফর। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রবিবারই ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। বাংলা মডেল হাতিয়ার করেই ত্রিপুরা দখলের মরিয়া চেষ্টায় জোড়াফুল। নির্বাচনী ইস্তেহারেও রয়েছে বাংলার একাধিক জনমুখী প্রকল্পের আদলে তৈরি নয়া ভাবনার ছাপ।

Advertisment

সোমবার দু'দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা-অভিষেক। এদিন আগরতলায় নেমে প্রথমেই ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু'দিনের ত্রিপুরা সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। আগামিকাল মঙ্গলবার বেলা ১১টায় আগরতলায় রোড শো করবেন তৃণমূলনেত্রী। আগরতলার রবীন্দ্র ভবন থেকে শুরু শহরের নানা প্রান্ত ঘুরে ফের তাঁর কর্মসূচি শেষ হবে রবীন্দ্র ভবন চত্বরেই। রোড শো শেষে হবে প্রকাশ্য জনসভা।

আরও পড়ুন- আজকের পর থেকেই আবহাওয়ায় বিরাট বদল! রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পৌঁছনোর আগেই গতকালই বিধানসভা ভোটের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। সেই ইস্তেহারের ছত্রে ছত্রে রয়েছে ভুরি ভুরি প্রতিশ্রুতি। বাংলা মডেলকে হাতিয়ার করেই ত্রিপুরায় বাজিমাত করতে চায় তৃণমূল। নির্বাচনী ইস্তাহারেও তাই রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জনমুখী প্রকল্পের আদলে তৈরি ভাবনা রূপায়নের আশ্বাস। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হলে কর্মসংস্থানই হবে নতুন সরকারে মূল লক্ষ্য, গতকাল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বারবার সেই বার্তাই দিতে চেয়েছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- সুমন দল ছাড়তেই ফুঁসছেন শুভেন্দু, মোক্ষম চাল বিরোধী দলনেতার, পালটা টিপ্পনি কুণালের

উল্লেখ্য, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচন হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ক্ষমতাসীন বিজেপিও পুরোদমে প্রচার চালাচ্ছে রাজ্যজুড়ে। ফের একবার ভোটে জিতে আগরতলার মসনদ হাতে রাখতে চেষ্টায় ফাঁক রাখছে না পদ্ম শিবির। বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে সোমবারই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ।

abhishek banerjee tmc Mamata Banerjee Tripura election
Advertisment