পুজোর আগে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে কোটি-কোটি টাকা ঋণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর। উৎসবের মরশুমে রাজ্য সরকারের এমন মানবিক পদক্ষেপে স্বভাবতই একাংশের রাজ্যবাসীর মুখের হাসি চওড়া হয়েছে।
এক্স হ্যান্ডেলে এদিন কী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী?
বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি এদিন লিখেছেন, "২ লক্ষ ৪৬ হাজার কৃষক বৃষ্টির অভাবে ক্ষতির মুখে পড়েছেন। তাঁরা ঋণ শোধ করতে পারেননি। তাঁদের জন্য ১৯৭ কোটি টাকা ঋণ ছাড় দেওয়া হচ্ছে। এঁরা বৃষ্টির ঘাটতির কারণে ধান বপনই করতে পারেননি। এই প্রক্রিয়াটি বাংলা শস্য বীমার অধীনে করা হচ্ছে, যেটি সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় তৈরি ফসল বীমা প্রকল্প। আমরা পুরো প্রিমিয়ামের টাকা পরিশোধ করছি। কৃষকদের কিছু দিতে হবে না। ২০১৯ সালে এই প্রকল্পটি তৈরির পর থেকে আমরা ৮৫ লক্ষ কৃষককে ২ হাজার ৪০০ কোটি টাকা দিয়েছি।"
উল্লেখ্য, চলতি বছরে দেশের বিভিন্ন প্রান্তে কোথাও বেশি বৃষ্টির কারণে যেমন চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই কোথাও কোথাও অনাবৃষ্টির জেরেও মার খেয়েছে চাষবাস। এবছর এরাজ্যেও বৃষ্টি কম হওয়ার দরুণ জেলায়-জেলায় ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। বৃষ্টির অভাবে বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ধান চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় ক্ষতির মুখে পড়েছে চাষবাস। স্বাভাবিকভাবেই ঋণ নিয়ে ধান চাষ করে বহু কৃষক বিপাকে পড়েছেন। এবার তাঁদের পাশেই দাঁড়াল রাজ্য সরকার। এবছর ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ঋণ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৯৭ কোটি টাকা ঋণ ছাড়ের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- পুজোর আগে দারুণ খবর! উচ্চ প্রাথমিকে হাজার-হাজার শূন্যপদে নিয়োগে যুগান্তকারী নির্দেশ