বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আলিপুরদুয়ারের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার কৃষকদের সহায়তায় সরকারের তরফে আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Advertisment
রাজ্য সরকারের তরফে কৃষকদের সহায়তায় আর্থিক অনুদান দেওয়া হয়। বছরে দু'বার অনুবাদ বাবদ কৃষকদের অ্যাকাউন্টে সরকারি টাকা ঢোকে। এবছরও আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি অনুদানের ৫ হাজার টাকা ঢুকে যাবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিকে, অসময়ের বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় চাষাবাদে ক্ষতি হয়েছে। বহু জমির ফসল নষ্ট হয়েছে। এদিন আলিপুরদুয়ারের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শস্যবিমা করা থাকলে বৃষ্টির জেরে যাঁদের ফলস নষ্ট হয়েছে তাঁরা টাকা পাবেন। ফসল বিমার টাকা পেতে গেলে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করা যাবে। দুয়ারে সরকার ক্যাম্প আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত হবে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী ফের একবার দিল্লি যাচ্ছেন। রাজ্যের বকেয়া টাকা আদায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কথা বলতে চান। এপ্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি দিল্লি যাচ্ছি। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি। আশা করি প্রধানমন্ত্রী আমাকে সময় দেবেন। আমি প্রধানমন্ত্রীকে বলছি গরিব মানুষের টাকা দাও, নয়তো সরকার ছেড়ে দাও। হয় টাকা দাও না হলে বিদায় নাও। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। ওই টাকাটা পেলে বাংলার জন্য অনেক কাজ করতে পারব। আমি কথা কম বলি কাজ করতে ভালোবাসি।"