Advertisment

পঞ্চায়েতের আগে নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা মমতার, জানুন কোন দফতরে কত নিয়োগ?

'কিন্তু এই নিয়োগে যেন কেউ বাধা না দেয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata saddened by the loss of life in the Panchayat polls , পঞ্চায়েতে প্রাণহানি, 'দুঃখিত' মমতা বললেন 'নিহত ১৯', মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ-চাকরির ঘোষণা

নবান্নে সাংবাদিকদের মুখোমুথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাকরি দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য ঠিক তখনই পশ্চিমবঙ্গ সরকারের নানা পদে বিপুল কর্মী নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্ন থেকে শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার, অধ্যাপক, স্বাস্থ্যকর্মী সহ সরকারের নানা দফতরে এক বছরের মধ্যে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

বিপুল এই নিয়োগের ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা এই নিয়োগে বদ্ধপরিকর। কিন্তু এই নিয়োগে যেন কেউ বাধা না দেয়।' তাঁর কথায়, 'চাকরি দেওয়ার ক্ষমতা নেই। খালি চাকরি খাওয়া।'

মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণাকে 'ধাপ্পাবাজি' বলে কটাক্ষ করেছেন সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাসরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, 'আজ পর্যন্ত চাকরি সহ বিভিন্ন বিষয়ে বহু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কটা বাস্তবায়িত হয়েছে? তাই এদিনের চাকরিতে নিয়োগের ঘোষণাও আরেকটা ধাপ্পাবাজি।'

কোন দফতরে কত নিয়োগ একনজরে-

  • প্রাথমিকে ১১ হাজার শিক্ষক নিয়োগ হবে।
  • উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে।
  • কলেজ, বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ হবে।
  • পুলিশবাহিনীতে ২০ হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু।
  • রাজ্য সরকারি গ্রুপ ডি পদে ১২ হাজার নিয়োগ হবে।
  • রাজ্য সরকারি গ্রুপ সি পদে ৩ হাজার নিয়োগ হবে।
  • স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক নিয়োগ হবে।
  • নার্স নিয়োগ ৭ হাজার করা হবে।
  • ২ হাজার কমিউনিটি হেলথ ওয়ার্কার নিয়োগ হবে।
  • ৭ হাজার আশা কর্মী নিয়োগ হবে।
  • সমাজকল্যাণ দফতরে অঙ্গনওয়াড়ি কর্মী পদে ৯৪৯৩ জন নিয়োগ হবে।
  • অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ১৩,৯২৬ জন নিয়োগ হবে।

পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগ হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Government Teachers' Recruitment West Bengal jobs Government Jobs Primary Teacher Recruitment Mamata Banerjee Recruitment
Advertisment