Advertisment

Mamata Banerjee: দুয়ারে লোকসভা, জেলা থেকে চমকে দেওয়া ঘোষণা মমতার

Bengal CM Mamata Banerjee: এই ঘোষণা এর আগে গত ৮ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতায় উল্লেখ ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee raise voice against CAA NRC at Habra Rally Updates , 'সিএএ-তে দরখাস্ত করলেই নাগরিকত্ব বাতিল, বাঙালি বিতারণের খেলা', বোঝালেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee On Pradhan Mantri Awas Yojana For Bengal: পুরুলিয়ায় সভা থেকে ফের একবার বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, '১ এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য।' এই ঘোষণা এর আগে গত ৮ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতায় উল্লেখ ছিল।

Advertisment

লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দুর্নীতির পাহাড়ে অস্বস্তিতে রাজ্যের তৃণমূল সরকার। সম্প্রতি সন্দেশখালিকাণ্ড মুখ পুড়ছে মমতা সরকারের। জমি কেড়ে নেওয়া, ভেড়ি দখল, মহিলাদের সম্মানহানির মত গুরুতর অভিযোগ উঠেছে শাসকদলের নেতাদের বিরুদ্ধে। এক পরিস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া ও ওইসব প্রকল্পে রাজ্যের অর্থ দেওয়াকে ড্যামেজ কন্ট্রোলের উপায় হিসাবে বেছে নিয়েছে জোড়-ফুল শিবির। ১০০ দিনের কাজে বঞ্চিতদের অর্থ প্রদান ও আবাস যোজনায় ১১ লাখ বাড়ি বানিয়ে দেওয়ার ঘোষণা এই কৌশলেরই অংশ বলে মনা করা হচ্ছে।

১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ধরা পড়ায় কেন্দ্র বরাদ্দ আটকেছে বলে খবর। তবে মমতা সরকারের দাবি, দুর্নীতির প্রমাণ যেখানে নেই সেখানেও কেন্দ্রীয় অর্থ আটকানো হয়েছে। সরব তৃণমূল। এ দিনে দিল্লি ও কলকাতায় মমতা অভিষেক ধর্নায়তেও বসেছিলেন। কিন্তু এখনও কাজের কাজ হয়নি।

আরও পড়ুন- Sandeshkhali Row: সন্দেশখালি মামলায় ফের ধাক্কা রাজ্যের! এবার নিঃশর্ত জামিন সিপিএমের নিরাপদ সর্দারের

এই আবহে চলতি মাসে রাজ্যের বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, 'কেন্দ্রের আর্থিক বঞ্চনার জন্য ১১ লক্ষেরও বেশি অনুমোদিত পরিবার তাদের বাড়ি তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কঠিন অবস্থার মধ্যে বাস করছে তারা। বারবার কেন্দ্রীয় সরকারকে তা জানানো হয়েছে। কিন্তু বকেয়া অর্থ পায়নি রাজ্য। আরও দু'মাস এই খাতে রাজ্য টাকা পাওয়ার জন্য অপেক্ষা করবে। যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয় তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার বিবেচনা করবে।'

তারও আগে রেড রোডের ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষমা করেছিলেন যে, কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারার কথা ভাবছে। কিন্তু তিনি তা হতে দেবেন না। ২১ লক্ষ শ্রমিক, যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি তাঁদের আগামী ২১ ফেব্রুয়ারি টাকা দেবে সরকার। এই টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে এদিন পুরুলিয়ায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

tmc Mamata Banerjee purulia Pradhan Mantri Awas Yojna PM Awas Yojana
Advertisment