২১ জুলাইয়ের শহীদ সমাবেশের পরের দিনে সাংবাদিক বৈঠক করে রাজ্যে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাড়ায়-পাড়ায় সাধারণ মানুষের নানা অভাব অভিযোগের নিরসনের জন্য নতুন এই কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পাড়ায় পাড়ায় পৌঁছে বুথ কেন্দ্রিক শিবির করে সাধারণ মানুষের অভাব -অভিযোগের কথা শুনবেন সরকারি আধিকারিকরা।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে নয়া প্রকল্পের ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে রাজ্যের পাড়ায়-পাড়ায় সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন সরকারি আধিকারিকরা। তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প করবেন সরকারি আধিকারিকরা। এই সব ক্যাম্পে সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। সেই মতো সমস্যা সমাধানে কী করনীয় তা খতিয়ে দেখবেন প্রশাসনের কর্মীরা। স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত কাজই চলবে অনলাইন মাধ্যমে।
মঙ্গলবার এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও সাধারণ মানুষের মুখ থেকে যাতে হাসি না উড়ে যায় সেই চেষ্টা করছি। অনেক সময় দেখা যায় ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার বা অল্প রাস্তার প্রয়োজন, এই সব ছোট কাজের জন্যই নতুন এই কর্মসূচি চালু করছে রাজ্য সরকার। "
রাজ্য সরকারের নয়া এই কর্মসূচির নাম 'আমাদের পাড়া আমাদের সমাধান'। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন এই কর্মসূচির জন্য সরকার টাকা বরাদ্দ করবে। ১০ লক্ষ টাকা করে দেবে সরকার।
এরই পাশাপাশি এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ফের একবার ভিন রাজ্যে বাঙ্গালীদের হেনস্থা নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " ওরা কি চাইছে, বাংলা দখল করতে? এখানে কী ভাষা সন্ত্রাস চলছে? এবার জেলা বেছে বেছে মানুষদের সংকটে ফেলে দেওয়ার চেষ্টা চলছে। তবে আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আমাদের কাজ আমাদের মতো ঠিক করব। কেউ ভয় পাবেন না। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম দিয়ে মহারাষ্ট্র ও দিল্লির মতো বাংলায় জিতব, এটা ভাবলে বিজেপি ভুল করছে।"