প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্ন থেকে মমতা ঘোষণা করেন, আগামিকাল অর্থাৎ বুধবার ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি আঘেই ঘোষণা করেছিলেন রাজ্যের ১৬,৫০০ শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে।
সেই সংক্রান্ত নোটিস পর্ষদ বুধবার জারি করবে। ইন্টারভিউ হবে ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি। যত দ্রুত সম্ভব নিয়োগের প্যানেলও তৈরি হয়ে যাবে। তৃতীয় টেট ৩১ জানুয়ারি অফলাইনে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেখানে ২.৫ লক্ষ পরীক্ষার্থী অংশ নেবেন।
এদিকে, সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার জেরে স্কুল বন্ধ থাকায় অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য মাদ্রাসা ও সরকারি স্কুল মিলিয়ে সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে বিনামূল্যে ট্যাব উপহার দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন বাংলার ‘অনুন্নয়ন’ নিয়ে শাহ-র দাবি নস্যাৎ সৌগতর
কিন্তু এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাজারে এত কম সময়ের মধ্যে এত ট্যাব অমিল। আর কেন্দ্রের নিষেধাজ্ঞা অনুযায়ী, চিনা ইলেকট্রনিক্স পণ্য কিনতে চায় না রাজ্য। তাই মমতার ঘোষণা, টেন্ডার ডাকলেও একসঙ্গে দেড় লক্ষের বেশি ট্যাব কেউ দিতে পারছে না। তাই আমলা-আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা দিয়ে দেবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বলেছেন, ১০ হাজার টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,"আগামী ৩ সপ্তাহে সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন