Advertisment

পাহাড়ে সম্পর্কের নয়া জাল বুনলেন মমতা, ঢালাও সুবিধায় ভরিয়ে ভোটের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী

'আপনারা পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব নিন। আমি কথা দিচ্ছি, পাহাড়ের উন্নয়নের দায়িত্ব আমার।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee announces huge benefits for Darjeeling and Kalimpong ahead of Lok Sabha poll 2024 , পাহাড়ে সম্পর্কের নয়া জাল বুনলেন মমতা, ঢালাও সুবিধায় ভরিয়ে ভোটের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী

কার্শিয়াংয়ের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের সঙ্গে তাঁর 'রক্তের সম্পর্ক'-এর কথা বারে বারেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কার্শিয়াঙের বাসিন্দা দিক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্য়োপাধ্যায়ের। আর শুক্রবার সেই কার্শিয়াংয়েই সরকারি সভায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই নিজের পরিবারের ছেলের সঙ্গে পাহাড়ি মেয়ের বিয়েকে 'ঐতিবাসিক' বলে দাবি করেছেন মমতা। পাহাড় ও সমতলের এই বন্ধনে তিনি খুব খশি বলেও জানিয়েছেন। এ দিনের সভা থেকে পাহাড়বাসীকে ঢালাও সুবিধাদানের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। রীতিমত কল্পতরু মমতা। একই সঙ্গে পাহাড়বাসীদের উদ্দেশ্যে তাঁর আবেদন, 'আপনারা পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব নিন। আমি কথা দিচ্ছি, পাহাড়ের উন্নয়নের দায়িত্ব আমার।'

Advertisment

'রক্তের সম্পর্ক তৈরি হয়ে গেল'

ভাইপো আবেশের বিয়ের কথা এ দিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল সরকারি মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'দীক্ষা ছেত্রির সঙ্গে আমার ঘরের ছেলের বিয়ে হল। ওরা দু'জনেই ডাক্তার। এখন পাহাড়ের সঙ্গে সমতলের একটা রক্তের সম্পর্ক তৈরি হয়ে গেল। এটা ইতিহাস হয়ে গেল। আমি বলতাম পাহাড়ে আমার একটা ঘর চাই, দেখুন ভগবান কীভাবে আমাকে ঘর তৈরি করে দিল। এখানকার সব মানুষই নিজের, প্রত্যেকটা বাড়িই আমার ঘর। আমি চাই আপনারা সকলে শান্ত থাকন, সুস্থ থাকুন।'

বিজেপিকে কটাক্ষ

গত কয়েক বছর ধরে পাহাড়ে গেরুয়া বাহিনী দাপট দেখাচ্ছে। যা নিয়ে এ দিন সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'কিছু লোক পাঁচ বছর অন্তর একবার করে জেগে ওঠে, পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে। অশান্তি হলে শিল্পপতিরা বিনিয়োগ করবে কেন? তাই আমি আপনাদের বলে যাচ্ছি, পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব আপনারা নিন, উন্নয়নের দায়িত্ব আমার। ভোটের সময় অনেকে আসে, অনেক লোভ দেখিয়ে যায়। অ্যাকাউন্টে লাখ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু কিচ্ছু করে না। মনে রাখবেন, কথা দিয়ে কথা রাখতে জানি আমরা।'

কল্পতরু মমতা

এ দিন সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে পাহাড়বাসীর উদ্দেশ্যে ঢালাও সুযোগ সুবিধা দানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একনজরে সেইসব ঘোষণা-

  • কার্শিয়াঙে ১ হাজার ২০০ জনকে পাট্টা বিলি।
  • পাহাড়ে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব।
  • দার্জিলিং কালিম্পঙে IT সেক্টর হবে।
  • জিটিএ-কে ৭৫ কোটি টাকা দেওয়ার হবে।
  • জিটিএ-র কর্মরা অবসরের পর গ্র্যাচুইটি বাবদ ২০ লাখ টাকা দিতে হবে।
  • জিটিএর রেগুলার এমপ্লয়িদের ২০০৯ সালের পে-রুল, ২০১৯ সালের পে-রুল মোতাবেক বেতন সংশোধন।
  • ২০০৩ সাল থেকে রিজিওনাল স্কিল সার্ভিস কমিশন ফর হিলস বন্ধ। তা আবার চালু হবে।
  • দার্জিলিং জেলায় সেকেন্ডারি স্কুলে ৫৯০ শূন্যপদে নিয়োগ।
  • দার্জিলিং এবং কালিম্পং জেলা স্কুল বোর্ডের জন্য অ্যাডহক কমিটি তৈরি করা হবে।
  • জেলা বোর্ডে ১০০০ পদে নিয়োগ।
  • চা সুন্দরী প্রকল্পে তিন লাখ শ্রমিককে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা।
  • পাহাড়ে তিন লাখ ৩২ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ।
  • তিস্তায় বন্যাদের ক্ষতিগ্রস্ত আর্থিক সাহায্য।

আরও পড়ুন- এবার ঠান্ডার ঝোড়ো ব্যাটিং দেখবে বাংলা! সোমবারের মধ্যেই কতটা নামতে পারে পারদ?

Mamata Banerjee darjeeling Kalimpong loksabha election 2024
Advertisment