Advertisment

সরিয়েছিলেন রাজ্যপাল, সেই নন্দিনী চক্রবর্তীকেই স্বরাষ্ট্রসচিব করলেন মুখ্যমন্ত্রী

এতদিন রাজ্যের পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী চক্রবর্তী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee appointed Nandini Chakraborty as Home Secretary

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব হিসেবে কাজ করেছিলেন নন্দিনী চক্রবর্তী। তাঁকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের পছন্দের আইএএস অফিসারদের মধ্যে অন্যতম ছিলেন একজন ছিলেন নন্দিনী। তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিব করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার স্বরাষ্ট্রসচিব পদে আনা হল ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে।

Advertisment

এতদিন রাজ্যের পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী চক্রবর্তী। তবে এবার তাঁকে স্বরাষ্ট্রসচিব করলেন মুখ্যমন্ত্রী। এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে কাজ করেছেন বি পি গোপালিক। তাঁকে মুখ্যসচিব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপালিকার ছেড়ে যাওয়া পদেই এবার বসানো হল নন্দিনী চক্রবর্তীকে।

রবিবারই রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে নন্দিনী চক্রবর্তীকে পর্যটন এবং স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি পাহাড় সংক্রান্ত বিষয়েও প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হল। পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত নন্দিনী চক্রবর্তীই তিনটি গুরুত্বপূর্ণ দফতরের প্রধান সচিবের পদ সামলাবেন।

আরও পড়ুন- Mahishadal Rajbari: মনোরঞ্জনের ফাটাফাটি আয়োজন মহিষাদল রাজবাড়িতে! ধুঁয়াধার ব্যবস্থায় আনন্দের স্রোতে ভাসবেন পর্যটকরা!

আরও পড়ুন- Amrit Bharat Express: মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসে ভাড়া কত? কোন কোন স্টেশনে স্টপেজ?

রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই আইএএস অফিসারকে নিয়ে বরাবরই আপত্তি ছিল রাজ্য বিজেপি নেতৃত্বের। রাজ্যপালও তাঁর প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অপসারণ করেছিলেন। পরে নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের পর্যটন দফতরের সচিব পদে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। এবার তাঁকে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দফতরের প্রধান সচিব করলেন মমতা বন্দ্যেপাধ্যায়।

আরও পড়ুন- Premium: কলকাতার এই প্রবীণ সংগ্রহ করেন উনিশ শতকের অমূল্য সব ‘সুচ-সুতোর’ ভালোবাসা

Mamata Banerjee West Bengal Home Department
Advertisment