Advertisment

Mamata Banerjee: ব্যান্ডেজ মাথায় মঙ্গলেও বাড়ি থেকে বেরলেন মুখ্যমন্ত্রী মমতা! কোথায় গেলেন?

Injured Chief Minister Mamata Banerjee: গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ছবি সোশাল মিডিয়ায় পোস্ট কার হয় তাতে দেখা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ঠিক মাঝখানে ক্ষত তৈরি হয়েছে। নাকের উপরেও ক্ষতের দাগ রয়েছে। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাড়ির মধ্যেই কোথাও পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 'পিছন থেকে ধাক্কা' লেগে বিপত্তি ঘটেছে। ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যের ওই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee At Nabanna With Bandage On Her Head , মাথায় ব্যান্ডেজ নিয়েই মঙ্গলবার নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

CM Mamata Banerjee: গার্ডেনরিচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee At Nabanna With Bandage On Her Head: গত বৃহস্পতিবার মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়ে। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। কিন্তু, সেসব তোয়াক্কা না করেই সোমবার গার্ডেনরিচের বিপর্যস্ত বাড়ি দেখতে গিয়েছিলেন মমতা। মাথায় ব্যান্ডেজ নিয়েই এলাকা পরিদর্শন করেন তিনি। আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। মঙ্গলবারও একইভাবে বাড়ি থেকে বেরতে দেখা যায় তাঁকে। কৌতুহলী সকলের মনে প্রশ্ন জাগে কোথায় চললেন রাজ্যের প্রশাসনিক প্রধান? দেখা যায়, মুখ্যমন্ত্রীর কনভয় চলেছে নবান্নের দিকে। দুপুরেই রাজ্য প্রশাসনের সদর কার্যলয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী।

Advertisment

বাড়িতে পড়ে গিয়ে চোটের পর এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে হাসপাতালেই থাকতে পরামর্শ দিয়েছিল। কিন্তু শোনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাঁকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে থাকার কথা জানিয়েছিলেন। তবে, 'ডাকাবুকো' মুখ্যমন্ত্রী নিজের শারীরিক অবস্থার কথা চিন্তা করে ঘরে বসে থাকতে নারাজ।

আরও পড়ুন- West Bengal Police New DGP: ফের রাজ্য পুলিশের ডিজি বদল! এবার কার নামে সিলমোহর কমিশনের?

গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ছবি সোশাল মিডিয়ায় পোস্ট কার হয় তাতে দেখা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ঠিক মাঝখানে ক্ষত তৈরি হয়েছে। নাকের উপরেও ক্ষতের দাগ রয়েছে। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাড়ির মধ্যেই কোথাও পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 'পিছন থেকে ধাক্কা' লেগে বিপত্তি ঘটেছে। ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যের ওই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। তদন্তের দাবি জানায় বিরোধী দলের নেতৃত্ব। পরে অবশ্য তিনি দাবি করেছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল। তাঁর দাবি ছিল, পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে মুখ্যমন্ত্রীর অনুভূতি হয়েছিল।

ওই দিনের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

tmc Mamata Banerjee Nabanna Mamata Banerjee injured
Advertisment