Mamata Banerjee attack bjp: আগামীকালই তৃতীয় মেয়াদে সরকার গড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন না তৃণমূল সুপ্রিমো। দলের নব নির্বাচত সাংসদদের নিয়ে বৈঠক শেষ মমতা মোদী সরকারের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।
Advertisment
লোকসভা ভোটের ফলাফলের নিরিখে রাজ্যে ২৯টি আসন জিতেছে তৃণমূল। সেই প্রসঙ্গে মমতা বলেন, 'বেশ কয়েকটি আসনে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে'। ৩-৪টি আসন আরও বেশি পেতাম বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে পুর্ব মেদিনীপূর্বের ভোট লুঠের অভিযোগে সরব হয়েছে তিনি। লোকসভার নেতা হিসাবে সুদীপ বন্দোপাধ্যায়ের নাম সুপারিশ করেছেন তৃণমূল সুপ্রিমো।
নব নির্বাচত সাংসদের নিয়ে বৈঠক শেষে মমতা। ছবি-পার্থ পাল
Advertisment
২৪-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেই প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, 'মোদীর প্রধানমন্ত্রী পদ ছেড়ে অন্য কাউকে সেই পদে বসানো উচিত ছিল' । আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম তাহলে সরকারে থাকতাম না। লোকসভায় এবার একেবারে যে তেড়েফুঁড়ে নামছে তৃণমূল তার ইঙ্গিত মেলে এদিনের বক্তৃতায়। মমতা বলেন, 'এনআরসি বাতিল। ইউসিসি বাতিল করতে হবে। ধমকে চমকে বিল পাস করানো যাবে না'। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পর তিনি দাবি তুলেছেন শেয়ার বাজারে দুর্নীতি নিয়ে তদন্ত করার।
মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়েও এদিন বিজেপি নিশানা করেন মমতা। এদিনের বৈঠক শেষে মমতা বলেন, "এখন ইন্ডিয়া জোট কিছু করেনি বলে আগামী দিনেও করবে না এমন ভাবার কোন কারণ নেই। আমরা অপেক্ষা করছি। মোদীকে কেউ চায় না। দেশ পরিবর্তন চায়"। এদিন লোকসভা দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি নেতা কাকলী ঘোষ দস্তিদার। এবার মুখ্য সচেতকের দায়িত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে তুলে দিয়েছে দল। রাজ্যসভায় ডেপুটি নেতা নির্বাচিত হয়েছেন সাগরিকা ঘোষ। রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক হিসাবে নদিমের নাম জানিয়েছেন তৃণমূল।