Advertisment

Mamata Banerjee On Modi: মোদীর শপথ গ্রহণে থাকছেন না মমতা, তুললেন NDA-এর স্থায়িত্ব নিয়ে বিরাট প্রশ্ন

দলের নব নির্বাচত সাংসদদের নিয়ে বৈঠক শেষ মমতা মোদী সরকারের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Mamata Ramakrishna Mission Bharat Sevashram Sangha ISKCON Lok Sabha Election 2024

Modi-Mamata: মোদী ও মমতা।

Mamata Banerjee attack bjp: আগামীকালই তৃতীয় মেয়াদে সরকার গড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন না তৃণমূল সুপ্রিমো। দলের নব নির্বাচত সাংসদদের নিয়ে বৈঠক শেষ মমতা মোদী সরকারের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।

Advertisment

লোকসভা ভোটের ফলাফলের নিরিখে রাজ্যে ২৯টি আসন জিতেছে তৃণমূল। সেই প্রসঙ্গে মমতা বলেন, 'বেশ কয়েকটি আসনে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে'। ৩-৪টি আসন আরও বেশি পেতাম বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে পুর্ব মেদিনীপূর্বের ভোট লুঠের অভিযোগে সরব হয়েছে তিনি। লোকসভার নেতা হিসাবে সুদীপ বন্দোপাধ্যায়ের নাম সুপারিশ করেছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন : < Suvendu Adhikari On Mamata: ভবানীপুরে পিছিয়ে মমতা, নন্দীগ্রামে এগিয়ে বিজেপি! পরিসংখ্যান তুলে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর >

mamata loksabha result
নব নির্বাচত সাংসদের নিয়ে বৈঠক শেষে মমতা। ছবি-পার্থ পাল

২৪-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেই প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, 'মোদীর প্রধানমন্ত্রী পদ ছেড়ে অন্য কাউকে সেই পদে বসানো উচিত ছিল' । আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম তাহলে সরকারে থাকতাম না। লোকসভায় এবার একেবারে যে তেড়েফুঁড়ে নামছে তৃণমূল তার ইঙ্গিত মেলে এদিনের বক্তৃতায়। মমতা বলেন, 'এনআরসি বাতিল। ইউসিসি বাতিল করতে হবে। ধমকে চমকে বিল পাস করানো যাবে না'। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পর তিনি দাবি তুলেছেন শেয়ার বাজারে দুর্নীতি নিয়ে তদন্ত করার।

আরও পড়ুন : <  Kalna Hospital: জন্মের পরেই মৃত্যু মায়ের! ফিরেও চায়নি বাবা! দুধের শিশুর এমন গল্প অবাক করবেই!  >

মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়েও এদিন বিজেপি নিশানা করেন মমতা। এদিনের বৈঠক শেষে মমতা বলেন, "এখন ইন্ডিয়া জোট কিছু করেনি বলে আগামী দিনেও করবে না এমন ভাবার কোন কারণ নেই। আমরা অপেক্ষা করছি। মোদীকে কেউ চায় না। দেশ পরিবর্তন চায়"। এদিন লোকসভা দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি নেতা কাকলী ঘোষ দস্তিদার। এবার মুখ্য সচেতকের দায়িত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে তুলে দিয়েছে দল। রাজ্যসভায় ডেপুটি নেতা নির্বাচিত হয়েছেন সাগরিকা ঘোষ। রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক হিসাবে নদিমের নাম জানিয়েছেন তৃণমূল।

Mamata Banerjee NDA modi Oath Ceremony loksabha election 2024 INDIA Alliance
Advertisment