এই ইস্যুতে তৃণমূলনেত্রী বলেন, "CAA, NRC চাই না। কোনও ভেদাভেদ চাই না। সবাই মিলে একসঙ্গে থাকতে চাই। সবাইকে এককাট্টা হতে হবে।" একাধিক এজেন্সিকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে ভয়ের আবহ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায় ,"ভোটের আবহে ভয় দেখাতে চাইছে কেউ কেউ। ED,CBI, আয়কর দিয়ে ভয় দেখাচ্ছে। সবাইকে জেলে ঢোকাতে চাইছে। ভোটের সময় বেছে বেছে মুসলিম লিডারদের ফোন করে বলছে কি চাই? আমাদের সঙ্গে বিজেপির লড়াই এখানে। তৃণমূল ছাড়া একটা ভোটও অন্য কোনও দলকে দেবেন না।"
Advertisment
এবারের লোকসভা নির্বাচনে ৪০০-র বেশি আসন পার করে যাওয়ার স্বপ্নে বিভোর নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (JP Nadda)। BJP-র সেই লক্ষ্যকে কটাক্ষ করে এদিন তৃণমূল সুপ্রিমো একুশের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে এদিন বলেন, "বলেছিল এবার দু'শো পার। সত্তরেই শেষ। এখন বলছে চারশো পার। আগে দু'শো পার করে দেখাও।"