Advertisment

Mamata Banerjee: 'তৃণমূল ছাড়া কাউকে ভোট নয়', ইদের মঞ্চ থেকে BJP-কে ধুয়ে দিলেন মমতা

TMC-Lok Sabha Election 2024: দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কলকাতার রেড রোডের অনুষ্ঠানে হাজির হয়েছেন হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রকাশ্য মঞ্চ থেকে ফের একবার CAA,NRC ইস্যুতে কেন্দ্রের শাসকদল বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee attacks bjp from kolkata red road Eid al-Fitr prgramme

Mamata Banerjee-Eid al-Fitr 2024: রেড রোডে ইদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-Eid al-Fitr: ইদের (Eid al-Fitr) মঞ্চে ভোটের বার্তা মুখ্যমন্ত্রীর। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তৃণমূলকেই ভোট দেওয়ার বার্তা দলনেত্রীর। বৃহস্পতিার কলকাতার রেড রোডে ইদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই এদিন তৃণমূলনেত্রী ফের একবার তীব্র আক্রমণ শানিয়েছেন BJP-কে।

Advertisment

বৃহস্পতিবার ইদের সকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রেড রোডের অনুষ্ঠানে হাজির হয়েছেন হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রকাশ্য মঞ্চ থেকে ফের একবার CAA,NRC ইস্যুতে কেন্দ্রের শাসকদল বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Motivational Story: অবিশ্বাস্য-অকল্পনীয় কীর্তির বিরল নজির ষষ্ঠ শ্রেণির ছাত্রীর, ক্যান্সার আক্রান্তদের স্বার্থে অনন্য উদ্যোগ!

এই ইস্যুতে তৃণমূলনেত্রী বলেন, "CAA, NRC চাই না। কোনও ভেদাভেদ চাই না। সবাই মিলে একসঙ্গে থাকতে চাই। সবাইকে এককাট্টা হতে হবে।" একাধিক এজেন্সিকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে ভয়ের আবহ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায় ,"ভোটের আবহে ভয় দেখাতে চাইছে কেউ কেউ। ED,CBI, আয়কর দিয়ে ভয় দেখাচ্ছে। সবাইকে জেলে ঢোকাতে চাইছে। ভোটের সময় বেছে বেছে মুসলিম লিডারদের ফোন করে বলছে কি চাই? আমাদের সঙ্গে বিজেপির লড়াই এখানে। তৃণমূল ছাড়া একটা ভোটও অন্য কোনও দলকে দেবেন না।"

এবারের লোকসভা নির্বাচনে ৪০০-র বেশি আসন পার করে যাওয়ার স্বপ্নে বিভোর নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা (JP Nadda)। BJP-র সেই লক্ষ্যকে কটাক্ষ করে এদিন তৃণমূল সুপ্রিমো একুশের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে এদিন বলেন, "বলেছিল এবার দু'শো পার। সত্তরেই শেষ। এখন বলছে চারশো পার। আগে দু'শো পার করে দেখাও।"

bjp tmc eid loksabha election 2024 Mamata Banerjee
Advertisment