Mamata Banerjee-Narendra Modi: গতকালই জলপাইগুড়ির সভা থেকে দিন বেঁধে বাংলায় ভীষণ কঠিন অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার বাঁকুড়ায় নির্বাচনী সভা থেকে এবার মোদীকে জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একইসঙ্গে নাম না করে এদিন বাঁকুড়ার BJP প্রার্থী সৌমিত্র খাঁকেও (Spumitra Khan) একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো।
মোদীকে জবাবে কী বললেন তৃণমূলনেত্রী?
"৪ জুনের পর সবাইকে জেলে পাঠাবেন বলছেন। একথা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশকেই তো জেল বানিয়েছেন। এক পকেটে ED, আর এক পকেটে CBI। NIA-CBI বিজেপির ভাইভাই। আপনি ধমক দিচ্ছেন? নিজের দলকে চাঙ্গা করতে হুঙ্কারটা দিন। জুন মাসের পর সবাইকে জেলে পাঠানোর কথা বলছেন, আমরাও তো বলতে পারি জুনের পর আমাদের সরকারই এখানে থাকবে। আমরাও আপনাদের সবাইকে জেলে পাঠাব। বলিনি তো। সেটা আমরা বলতে পারি না।"
মমতা এদিন আরও বলেন, "জুন মাসের পর সবাইকে জেলে ঢোকাবেন, এটাই মোদীর গ্যারান্টি। আমাদের গ্যারান্টি, মানুষের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রীর এই হুঙ্কার আমি মানতে পারব না। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের চেয়ে আহত বাঘ সাংঘাতিক। গ্রেফতারি বন্ধ করুন, গণতান্ত্রিক ভাষায় কথা বলুন।"
আরও পড়ুন- Ram Navami-VHP: ‘এবছর ঐতিহাসিক রাম নবমী দেখবে বাংলা’, মমতার দাঙ্গা আশঙ্কার পাল্টা VHP
গতকাল কী বলেছিলেন মোদী?
“কেন্দ্রীয় এজেন্সি এলে তৃণমূল তাদের উপর হামলা করে। অন্যদের দিয়ে হামলা করায়। তৃণমূল আইন-সংবিধানের তোয়াক্কা করে না। তোলাবাজদের বাঁচাতেই কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা।”
আরও পড়ুন- Mamata Banerjee: ‘সব ছবি আছে, শুধু সামনে আনব’, বিজেপির সৌমিত্রকে ল্যাজেগোবরে করতে হুঁশিয়ারি মমতার!
প্রধানমন্ত্রী গতকাল জলপাইগুড়িতে নির্বাচনী সভায় এসে সেখানকার ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যাপারে কোনও কথা বলেননি বলেও এদিন দাবি করেছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে এদিন বলেন, "ঝড়ে বিধ্বস্তদের সাহায্য করা নিয়ে কোনও কথা বললেনি প্রধানমন্ত্রী। আমি ছুটে গিয়েছিলাম। সবাইকে ত্রাণ দিয়েছি। ক্ষতিগ্রস্ত ৫ হাজার বাড়ি করে দেব বলে কমিশনকে চিঠি লিখেছি ৭ দিন আগে। তাও অনুমতি দিচ্ছে না। ভোট সামনে বলে অনুমতি নিতে হচ্ছে।"