Advertisment

Suvendu Adhikari: রামমন্দিরের উদ্বোধনের দিনই কেন মমতার সংহতি মিছিল, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

পাশাপাশি, রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক রাখতে ওই একই দিনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikaris complains about bonus discrimination of civic volunteers against mamata govt , পুজো ও ঈদে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৈষম্য নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর

TMC VS BJP: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দিনই রাজ্যে সম্প্রীতি মিছিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন মমতা। তার মধ্যে ২২ জানুয়ারি কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন তিনি। আর সেই মিছিল আটকাতেই এবার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক রাখতে ওই একই দিনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা।

Advertisment

বুধবার হাইকোর্টে শুভেন্দুর আইনজীবীর যুক্তি, এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। তাই রামমন্দির উদ্বোধনের দিন অর্থাৎ ২২ জানুয়ারি কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না হয় তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। একই কারণে মুখ্যমন্ত্রীর ডাকা সংহতি মিছিলও পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু। এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, অযোধ্যাজুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতিপর্ব। ২২ জানুয়ারি হবে রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠাণে যাবেন না বলেই আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার, রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় নিজের দলের বিশেষ কর্মসূচির ঘোষণা করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী ২২ জানুয়ারী কলকাতায় তৃণমূল ‘সংহতি মিছিল’ করবে। যার নেতৃত্বে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। শুধু কলকাতাতেই নয়, ব্লকে ব্লকে, জেলায় জেলায়ও কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন Mamata Banerjee: অযোধ্যায় যাবেন না, বদলে ২২ জানুয়ারি বাংলায় কী করবেন মমতা? নবান্ন থেকে ঘোষণা

মমতা বলেন, ‘আপনারা মন্দির নিয়ে বার বার প্রশ্ন করছেন আমাকে। আমার এ নিয়ে কিছু বলার নেই। আমি বার বার বলি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। আমাদের ২৩ জানুয়ারি, ২৬ জানুয়ারি পালিত হয়। ২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, দলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে।’ মুখ্যমন্ত্রীর সেই কর্মসূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েই এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari Mamata Banerjee West Bengal Ayodhya Ram Temple
Advertisment