সংসদের সিড়িতে দেশের উপরাষ্ট্রপতিকে ভেঙাচ্ছেন তৃণমূল সাংসদ কল্যা বন্দ্যোপাধ্যায়। সেই অঙ্গভঙ্গি মোবাইলে ভিডিও করছেন রাহুল গান্ধী। মঙ্গলবার বারবেলায় এই ভিডিও ভাইরাল হতেই চইচই বাঁধে। এই ধরণের ব্যাঙ্গকে 'লজ্জাজনক' বলে রাজ্যসভায় তোপ দাগেন খোদ জগদীপ ধনখড়। চরমে ওঠে বিতর্ক। শেষপর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ফোনে উপরাষ্ট্রপতির কাছে দুঃখপ্রকাশ করেন। উপরাষ্ট্রপতির পদের গরিমা রয়েছে। সেই পদে আসীন পদাধিকারীর আচরণ নিয়ে কী এ ধরণের ব্যাঙ্গ করা যায়? প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার কল্যানের আচরণ বিতর্কে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মমতা?
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গ নিয়ে মমতাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, 'আমরা সকলকে সম্মান করি, অসম্মানের কোনও বিষয় নেই। আমি রাজনৈতিক বিষয়ে কোও টিপপ্নি করব না। এই নিয়ে সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন মন্তব্য করবেন।' এরপরই তাঁর সংযোজন, 'এটা সামান্য হালকা চালে করা। কাউকে আমরা অসম্মান করি না। অসম্মান করা আমাদের উদ্দেশ্য নন। আর তাছাড়া রাহুল গান্ধী মোবাইলে ভিডিয়োগ্রাফি না করলে তো কেউ জানতেও পারত না।'
কল্যাণকে সবক?
বাংলার বকেয়া পাওয়ার দাবিতে এ দিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন তৃণমূলের ৯ সদস্যের প্রতিনিধি দল। তৃণমূল সূত্রে খবর, এই প্রতিনিধি দলে শুরুতে নাম ছিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যের। কিন্তু দেখা যায়, মোদীর সঙ্গে দেখা করার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে রাখা হয়নি। উপরাষ্ট্রপতি বিতর্কর জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল থেকে কল্যাণকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
মোদীর ফোন
মঙ্গবারের বিতর্কের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন উপরাষ্ট্রপতিকে ফোন করেন। সে কথা জানিয়ে জগদীপ ধনখড় এক্স হ্যান্ডেলে লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে ফোন পেয়েছি। যে ভাবে অঙ্গভঙ্গি করে একজন সাংসদ উপরাষ্ট্রপতিকে নকল করেছেন ও বাকি সাংসদরা যে ভাবে তাতে প্রশয় দিয়েছেন তাতে মর্মাহত প্রধানমন্ত্রীও। আমায় উনি বলেন বিগত ২০ বছর উনিও এ ধরনের অপমান সহ্য করেছেন। তবে সংসদ চত্বরে এমন ঘটনা মোটেই গ্রহণযোগ্য নয়। দেশের উপরাষ্ট্রপতিকে সংসদ চত্বরে এই অপমান দুর্ভাগ্যজনক বলেছেন প্রধানমন্ত্রী।'
আরও পড়ুন- ২০ মিনিটেই মোদী-মমতা বৈঠকের ইতি, বাংলার বকেয়া নিয়ে নয়া কৌশল প্রধানমন্ত্রীর!