Advertisment

সাগরদিঘি উপ-নির্বাচনের দু'মাসের মাথায় 'ডিগবাজি'! ভোটের আগে জোটের ডাক মমতার

চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমোর।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata is saviour if any trouble comes to tmc

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এবার একজোট হওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমোর। "আগামী নির্বাচনের আগে সব বিরোধী দল এক হয়ে যান", মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভা থেকে বার্তা তৃণমূল সুপ্রিমোর। অধীর চৌধুরীর জেলায় তৃণমূল সুপ্রিমোর এই বার্তা নিয়ে চর্চা তুঙ্গে। সাগরদিঘি উপ-নির্বাচনের ফলপ্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁর দল একা লড়বে, কারও সঙ্গে জোটে যাবে না। এহেন তৃণমূল সুপ্রিমোর মুখেই ভোটের আগে জোটের ডাক নিয়ে কটাক্ষ কংগ্রেসের।

Advertisment

মুর্শিদাবাদের সাগরদিঘি উপ-নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূল সুপ্রিমোর অবস্থান বেশ দৃঢ় ছিল। পরবর্তী নির্বাচনগুলিতে 'একলা চলো'র ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই মন্তব্যের মাত্র দু'মাসের মাথাতেই এবার সেই মমতার মুখেই একজোটে লড়ার ডাক। শুক্রবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের সভা থেকে বিজেপি বিরোধী দলগুলিকে এক হওয়ার বার্তা তৃণমূলনেত্রীর। যা নিয়ে বিরোধীরা তাঁর প্রবল সমালোচনায় সরব হয়েছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী ভোটের আগে সব বিরোধী দল এক হয়ে যান। ওয়ান টু ওয়ান ফাইট হোক। একসঙ্গে কাজ করার চেষ্টা করব। দেশকে এভাবে ভাগ করবেন না। আমি শুধু ভোটের আগে বলব সব বিরোধী রাজনৈতিক দল এক হয়ে যান। একের বিরুদ্ধে এক লড়াই করুন। যে যেখানে শক্তিশালী সে সেখানে প্রার্থী দিন। একসঙ্গে কাজ করার চেষ্টা করুন। আমাদের কোনও আপত্তি নেই।"

আরও পড়ুন- ‘২৪-এর ভোট পর্যন্ত বাংলাকে টাকা নয়’, কেন্দ্রকে দুষে নজিরবিহীন ‘চক্রান্ত’ ফাঁস মমতার

সাগরদিঘির উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী। উপনির্বাচনে পর্যদুস্ত হওয়ার দিনেই সাংবাদিক বৈঠক করে বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেসকেও তুলোধনা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এমনকী পরবর্তী নির্বাচনগুলিতে তৃণমূল একাই লড়বে বলে ইঙ্গিতও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের মাত্র দু'মাসের মাথা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেই উল্টো সুর। বিজেপিকে রুখতে সব দলকে একজোট বার্তা তৃণমূলনেত্রীর।

আরও পড়ুন- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা সরতেই তৎপরতা, CBI তদন্ত বন্ধের আর্জি রাজ্যের

মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে জোটের ডাক দেওয়ায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সংবাদমাধ্যমে তিনি এদিন বলেন, "ভূতের মুখে রামনাম শুনে অবাক লাগছে। এই কথাটা অনেকদিন আগে ওঁকে বলেছিলাম। কিন্তু গোয়া, মেঘালয়, ত্রিপুরায় আমাদের বিরোধিতা করলেন। বিরোধী ঐক্যকে বরাবর যিনি ভিতর থেকে ছুরি মেরেছেন তাঁর নাম মমতা ব্যানার্জি। আগে তিনি তাঁর নিজের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আননু। হিমাচল প্রদেশে, কর্নাটকে গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারে নামছেন না কেন?" একইভাবে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার তুমুল সমালোচনায় সরব হয়েছেন। তিনিও তৃণমূল সুপ্রিমোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

West Bengal CONGRESS CPIM tmc bjp loksabha election 2024 Mamata Banerjee west bengal politics
Advertisment