স্পেন থেকে ফেরার পর একবারও নবান্নে যাননি। প্রায় একমাস হতে চলল গৃহবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর থেকে ফেরার পরই পায়ের চোটের চিকিৎসা করাতে গত ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পর থেকে বাড়ি থেকেই রাজ্য চালাচ্ছেন মমতা। প্রশাসনিক কাজকর্মের তদারকি করছেন। এবার বেনজির ভাবে বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। বাড়িতে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার বৈঠক বাংলায় বেনজির। কালীঘাটের বাড়ি মুখ্যমন্ত্রীর সরকারি আবাস নয়। ব্যক্তিগত আবাস। ছোট থেকে সেখানেই থাকেন মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী কখনও নিজের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকেননি। ইন্দিরা ভবনেও নিজের বাসভবনে কখনও মন্ত্রিসভার বৈঠক করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেক্ষেত্রে মমতা ছক ভাঙছেন।
উল্লেখ্য, কোভিডের সময়য় অনেক সময় ভার্চুয়ালি রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক রাজ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকের নজির রয়েছে। তবে সবক্ষেত্রেই সরকারি আবাসস্থলে বৈঠক হয়েছে। ব্যক্তিগত আবাসে এই প্রথম বলা চলে।
আরও পড়ুন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বৈঠকে ‘ইন্ডিয়া’জোট, রাহুলকে ফোনে কোন গোপন বার্তা মমতার?
প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাংলোয় সিবিআই হানার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। টানা কয়েক দিন সেই ধর্না চলেছিল। তার মধ্যেই এক দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মেট্রো চ্যানেল লাগোয়া কলকাতা পুলিশের আউট পোস্টে। তবে কালীঘাটের বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক এই প্রথম।