রাজনীতিতে তাঁরা চরম বিরোধী। বাক্যবাণে একে অপরকে নিশানা করতে কেউ পিছপা নন। কিন্তু, উৎসবের আবহে সৌজন্যের নজির। করোনামুক্ত বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে ফোন করে খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন দ্রুত সুস্থ হয়ে ওঠার পরামর্শও।
মঙ্গলবারই করোনা মুক্ত দিলীপ ঘোষ হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। তার আগে মেদিনীপুরের সাংসদকে ফোনে করেন মমতা। জানতে চান কেমন আছেন। দ্রুত আরোগ্য কামনা করে সুস্থ থাকার জন্য বড় দিদির মতো এরপর পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, তিনি দিলীপ ঘোষকে বাইরে না বেড়িয়ে বাড়িতে থাকতে বলেছেন। খাওয়া-দাওয়ায় নজর দেওয়ার কথা বলেছেন। তৃণমূল সুপ্রিমোর পরার্শে সম্মতি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
প্রবল জ্বর ও করোনা রিপোর্ট পজিটিভ আসায় ১৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তবে চারদিনে অনেকটাই সুস্থ হয়ে ওঠায় হাসপাতালের চিকিৎসকরা তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। সেই মতোই মঙ্গলবার বাড়ি ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন দিলীপ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘আমি একদম সুস্থ। শারীরিক পরীক্ষার সব রিপোর্ট স্বাভাবিক এসেছে। বাড়িতে কয়েক দিন বিশ্রাম নিলে আরও সুস্থ হয়ে উঠব।’
রপর উৎসবকে মাথায় রেখে দিলীপ ঘোষের পরামর্শ, ‘সবাইকে সাবধানে থাকার জন্য বলছি। এখনও স্বাভাবিক অবস্থা আসেনি। নিজেকে সুরক্ষিত রেখে পুজো উপভোগ করুন।’ এর আগে তিনি বলেছিলেন, ‘পুজো করন, কিন্তু উৎসবে মাতবেন না।’