Advertisment

কলকাতায় তৎপর সিবিআই, 'এবার বাথরুমেও?' রেল দুর্ঘটনা তদন্ত নিয়ে ভয়ঙ্কর অভিযোগ মমতার

১৪ পুরসভা সহ মন্ত্রীর দফতরে সিবিআই হানা দিতেই মুখ খুললেন মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee cbi raid municipal recruitment scam coromandel express accident prob , কলকাতায় তৎপর সিবিআই, 'এবার বাথরুমেও?' রেল দুর্ঘটনা তদন্ত নিয়ে ভয়ঙ্কর অভিযোগ মমতার

কেন্দ্রকে আক্রমণ মমতার।

বালেশ্বর রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক বাংলার মুখ্যমন্ত্রী। সিবিআইকে তদন্তভার দিয়ে কেন্দর আসলে রেল দুর্ঘটনার সব গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে দিচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মতে, বুধবার বাংলাজুড়ে বিভিন্ন পুরসভা ও মন্ত্রীর দফতরে যে সিবিআই হানা হয়েছে তা আদতে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আসল কারণ ধামা চাপা দেওয়ার চেষ্টা।

Advertisment

বুধবার নেতাজি ইন্ডোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার নিহত ও আহতদের পরিজনদের সরকারি সহায়তা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চেই সিবিআইয়ের রেল দুর্ঘটনার তদন্ত ও কলকাতায় কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বিংশ শতাব্দীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। কেন দুর্ঘটনা? কেন এত লোক মারা গেল? ধামা চাপা দেওয়ার চেষ্টা চসছে। সিবিআই কী করবে? পুলওয়ামা দেখেননি? তখনকার রাজ্যপাল কী বলেছেন? সিবিআই দিয়ে সব সাফ করে দেওয়া হচ্ছে। দিল্লি কলকাতায় সিবিআই পাঠিয়েছে। ১৪টা পুরসভায় হানা দিয়েছে। নগরোন্নয়ন দফতরেও ঢুকে পড়েছে। এবার কি কাথরুমেও ঢুকবে? এসব করে সত্য ধামা চাপা দেওয়া যাবে না।'

মুখ্যমন্ত্রীর সতর্কবাণী, 'কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যদি পুরসভার জল, কল দেখতে যাওয়া হয় তাহলে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে।'

publive-image
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী। ছবি- পার্থ পাল

বালেশ্বর রেল দুর্ঘটনার তদন্ত করছে সিবিআই। যা নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে, কলকাতায় পুর নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্য তাৎপর্যবাহী। কারণ একদিকে ১৪ পুরসভা ও মন্ত্রীর দফতরে সিবিআই তল্লাশিকে আসলে কেন্দ্রীয় আগ্রাসন বলে দেখাতে মরিয়া তৃণমূল, অন্যদিকে রেল দুর্ঘটনার প্রকৃত কারণ আসলে মোদী সরকার ধামা চাপার চেষ্টা বলে তুলে ধরতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ইডি-র হানায় প্রমোটার অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া পুর নিয়োগের পরীক্ষায় প্রার্থীদের ওএমআর শিটের ভিত্তিতে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।পরে এজলাস বদলালেও সেই রায় বহাল থাকে। ফলে পুরসবার নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। বুধবার সকাল থেকে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। পানিহাটি, কামারহাটি, দমদম, উত্তর ও দক্ষিণ দমদম, চুঁচুড়া, হালিশহর, শান্তিপুর সহ রাজ্যের ১৪টি পুরসভায় অভিযানে সিবিআই। এছাড়া সল্টলেকের নগোরন্নয়ন ভবনে মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরেও হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Mamata Banerjee cbi Modi Government coromandel express accident municipal recruitment scam
Advertisment