Advertisment

কেন্দ্রের ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে সরব মমতা

ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে কেন্দ্র যে বিধি বদলের পথে হাঁটছে, তার বিরোধিতা করে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করতে সব রাজনৈতিক দলকে আহ্বান করলেন মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

কেন্দ্রের কম্পিউটারে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে কেন্দ্র যে বিধি বদলের পথে হাঁটছে, এবার তার বিরোধিতা করে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করতে সব রাজনৈতিক দলকে আহ্বান করলেন মমতা। মঙ্গলবার এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো।

Advertisment

মঙ্গলবার ফেসবুকে মমতা উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ইন্টারনেট নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে উৎসাহ দেখাচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে বিজেপি সরকার আইন প্রণয়ন করতে চায়। এতে স্পষ্ট যে, ওঁরা ব্যক্তির স্বাধীন মতপ্রকাশকে ভয় পান। ওঁদের খারাপ নীতির সমালোচনাকে ভয় পান ওঁরা।

আরও পড়ুন, কম্পিউটারের ওপর নজরদারি, প্রতিবাদে উত্তাল বিরোধী শিবির

কেন্দ্রের ইন্টারনেট নিয়ন্ত্রণের ভাবনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও লিখেছেন, ‘‘কেন মোদী সরকার সোশাল মিডিয়া নিয়ে এত ভীত? এই সোশাল মিডিয়াকে কাজে লাগিয়েই অন্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন ওঁরা। যা ওঁদের ২০১৪ সালের নির্বাচনে জেতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল।’’ ক’মাস বাদেই লোকসভা নির্বাচন। উনিশের ভোটের মুখে মোদী সরকারের এই বিধি বদলের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি আরও লিখেছেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় প্রকৃত জনমত প্রকাশের মাধ্যম হয়ে উঠছে বলেই কি বিজেপি চিন্তায় রয়েছে?’’

কেন্দ্রের এহেন পদক্ষেপের বিরোধিতা জানিয়ে তাঁর সাংসদরা সংসদে সোচ্চার হবেন বলেও এদিন জানিয়েছেন মমতা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘এমন গুরুত্বপূর্ণ সময়ে ভুল নীতি বদল নিয়ে বিরোধিতা জানাতে সব রাজনৈতিক দলের কাছে আর্জি রাখছি। আমার সাংসদদেরও বলব এ নিয়ে সংসদে সোচ্চার হতে। সোশ্যাল মিডিয়ায় আমাদের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ন্ত্রিত হতে দিতে পারি না।’’

Read the full story in English

Mamata Banerjee kolkata news
Advertisment