/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/mamata-lpg-price-reduced.jpg)
রান্নার গ্যাসেক দাম কমা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া।
অবশেষে রান্নার গ্যাসের দাম কমছে। সিলিন্ডার প্রতি দাম ২০০ টাকা কমাচ্ছে মোদী সরকার। মঙ্গলবার বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সাধারণভাবে ২০০ টাকা কমলেও উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম কমছে ৪০০ টাকা করে। এই ছাড়-কে রাখি ও ওনাম উৎসবে মা-বোনেদের 'স্নেহ উপহার' বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা নির্মলা সীতারমণ। তবে, মোদী সরকারের এই পদক্ষেপকে বিরোধী জোট 'ইন্ডিয়া'র প্রভাব বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়।
কেন্দ্রের রান্নার গ্যাসে ভর্তুকি বৃদ্ধি ঘোষণার পর পরই এক্স (সাবেক টুইটার) করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি লিখেছেন, 'শেষ দু'মাসে ইন্ডিয়া জোটের মাত্র দু'টি বৈঠক হয়েছে। আজ এলপিজি গ্যাসের দাম ২০০ টাকা কমানো হল। এটাই ইন্ডিয়া-র ক্ষমতা।'
Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
ये है #INDIA का दम!— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2023
মোদী সরকারকে উৎখাতে এবার 'এনডিএ'-র বিরুদ্ধে 'ইন্ডিয়া' জোট গঠন করেছে ২৬ বিজেপি বিরোধী রাজনৈতিক দল। ইতিমধ্যেই এই জোট পাটনা ও বেঙ্গালুরুতে বৈঠক করেছে। সবকটি বৈঠকেই হাজির ছিলেন তৃণমূল সুপ্রিমো। আগামী বুধ ও বৃহস্পতিবার এই বিরোধী জোটের বৈঠক রয়েছে মুম্বইতে। 'ইন্ডিয়া'র তৃতীয় এই বৈঠকেও যোগ দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। 'ইন্ডিয়া' নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। টোম্যাটো, পেঁয়াজের মতো নিত্যদ্রব্যের দাম বৃদ্ধি, মণিপুরে সংঘর্ষ সহ নান ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেছে এই জোট। সোচ্চার হয়েছেন মমতা। এবার রান্নার গ্যাসের দাম কমানোর জন্য 'ইন্ডিয়া' জোটকেই কৃতিত্ব দিলেন মুখ্যমন্ত্রী।