কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে বাংলার সরকারি কর্মীরা আন্দোলন করছেন। মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এসবের মধ্যেই ফের একবার ডিএ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তুলনা টানলেন বাম জমানার, বিধানসভায় তুলে ধরলেন রাজ্য সরকারি কর্মীদের ছুটির বিষয়টি।
ডিএ সরকারি কর্মচারীদের অধিকার। রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেছেন, 'ডিএ দেওয়া রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক নয়।'
মমতা সরকার বর্ধিত হারে ডিএ না দেওয়ায় সরব বামেরা। অতীত টেনে মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, 'ভোটের সময়ে অনেকে অনেক কিছু বলে যান। অনেকে (বামেরা) এখন অনেক কথা বলছেন। ওদের সময়ে ডিএ কত বাকি ছিল? বামফ্রন্ট সরকার যে দেনা করে গিয়েছে, তা আমাকে শোধ করতে হচ্ছে। আমাদের সরকার পঞ্চম বেতন কমিশনকে মান্যতা দিয়ে ৯০ শতাংশ বরাদ্দ করেছে। ১ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ কোটি টাকা দিয়েছে।'
এরপরই মমতা বলেন, 'ডিএ চাইছেন? আমরা তো দিয়েছি। অখুশি হলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন। চলে যান। নতুন পে কমিশন কার্যকর করতে গিয়ে রাজ্য সরকারের ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। পাশাপাশি ৬ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে।'
রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত ছুটির কথাও স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'ওরা ছুটিও দেয় না। আমরা দিয়েছি। ওরা হাতে গোণা ছুটি দেয়। আমরা ৪০-৪৫টা ছুটি দিই। দশ বছরে একবার বিদেশে যাওয়ারও সুযোগ দিয়েছি।'
আরও পড়ুন- ২৪-শে দিল্লিতে মোদীকে আনুন, ২৬-শে বাংলায় আসবে বিজেপি: অমিত শাহ
আরও পড়ুন- বাংলায় কবে CAA চালু হবে, ধর্মতলার সভা থেকে দিনক্ষণ জানিয়ে দিলেন অমিত শাহ
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পান। রাজ্য সরকারি কর্মীরা পান ৬ শতাংশ। ফারাক ৪০ শতাংশের। এই বিরাট ব্যবধানের কারণ যে বামেদের অতীতে করা ঋণ ও বর্তমানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সেটাই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।