উৎসব শুরুর অপেক্ষায় গোটা বাংলা। প্রাণের পুজোয় আনন্দে মেতে উঠতে তৈরি আট থেকে আশি। আজ মহাচতুর্থী। উৎসব শুরুর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।” চতুর্থীর সকালে টুইট মুখ্যমন্ত্রীর।
করোনাকালে এবার দ্বিতীয়বারের দুর্গাপুজো। করোনার চোখ রাঙানি এখনও কমনি। বরং উৎসবের দিনগুলিতে বিন্দুমাত্র অসতর্কতার কড়া মাশুল গুণতে হতে হতে পারে। এব্যাপারে ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক করে দিয়েছে সরকার। বিশেষজ্ঞরাও বারবার বলছেন, অসতর্ক হলেই ভরপুর আনন্দ ম্লান হতে বেশি সময় লাগবে না। গতবারের মতো এবারও দুর্গাপুজোয় একগুচ্ছ নিয়ম বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সংক্রমণ এড়াতে যাবতীয় সতর্কতা নিয়েছে রাজ্য সরকারও।
আরও পড়ুন- চতুর্থীতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, পুজোয় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার চতুর্থীর সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইটে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, “শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।” চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী টুইটে আরও লিখেছেন, “উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।”
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন