Advertisment

Mamata Banerjee: '১৭ তারিখ ওদের দাঙ্গা করার দিন', রামনবমীতে ভয়ঙ্কর আশঙ্কার তুলকালাম ইঙ্গিত মমতার!

Lok Sabha Election 2024: আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ওই দিন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হবে। গতবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি। তাই এবার শুরু থেকেই উত্তরবঙ্গের প্রচারে বাড়তি নজর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের মাটি আঁকড়ে পড়ে রয়েছেন তৃণমূলনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
2 tmc councillor get show cause notice by leadership due to group clash

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-Ram Navami: আবারও দাঙ্গার আশঙ্কা মুখ্যমন্ত্রীর। প্রকাশ্য সভামঞ্চ থেকে ফের একবার রামনবমীর (Ram Navami) দিন রাজ্যে অশান্তির আশঙ্কা প্রকাশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে দলের নির্বাতনী সভা থেকে ফের একবার রাজ্য়ে রামবনকীকে কেন্দ্র করে অসান্তির আশ্হাক করে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলনেত্রী।

Advertisment

আগামী ১৭ এপ্রিল রামনবমী (Ram Navami)। গত বছর এই রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যের একাধিক প্রান্তে। হাওড়া, শ্রীরামপুর, রিষড়া, ডালখোলায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির আগুন জ্বলেছিল। সেই সব অশান্তিতে BJP-কেই কাঠগড়ায় তুলেছিল তৃণমূল। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে রাজ্যে রামনবমী অশান্তি-ঘটনার তদন্তে নেমেছে NIA। বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে।

এবার ফের একবার রামনবমীর দিন রাজ্যে দাঙ্গার আশঙ্কা তৃণমূল সুপ্রিমোর। সোমবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচন এলেই যুদ্ধ যুদ্ধ খেলা খেলে আপনার মনটাকে অন্য দিকে ঘুরিয়ে দেবে। দাঙ্গাও করতে পারে। দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না।"

আরও পড়ুন- Sayani Ghosh: ভোটে হারলেই সায়নী BJP-তে? সৃজনের দাবির পাল্টা চাঞ্চল্যকর উত্তর যাদবপুরের TMC প্রার্থীর

এই ইস্যুতে নাম না করে কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিককেও কটাক্ষে ভরিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আপনাদের এখানকার যে প্রার্থী তিনি বকলমে গুন্ডাদের মাফিয়াদার। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন। তিনি আবার শীতলকুচির মতো গুলি চালিয়ে দেবেন।"

আরও পড়ুন- Locket Chatterjee: লকেটের মুখে মমতার প্রশংসা! তৃণমূলনেত্রীকে ঠিক কী কারণে ‘এত পছন্দ’ লকেটের?

অশান্তির আশঙ্কা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, "১৭ তারিখ। ওটা ওদের দাঙ্গা করার দিন। আমি চাই ওটা মানুষের ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও শান্তি রক্ষা করতে হবে। প্ররোচনায় পা দেবেন না। ওরা চায় দাঙ্গা করে NIA ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, যাতে ছাপ্পা মেরে দেয়।"

Cooch Behar Ramnavami tmc bjp loksabha election 2024
Advertisment