Advertisment

করোনা থেকে বাঁচতে কী করছেন মমতা? জানুন মুখ্য়মন্ত্রীর মুখ থেকে

করোনাভাইরাসের থেকে সতর্কতায় নিজে কী করছেন বাংলার মুখ্য়মন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনা ভাইরাস, করোনা, coronavirus latest update, coronavirus update, করোনাভাইরাস, mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, mamata banerjee news, মমতা, করোনা, mamata mask, mask, মাস্ক, মমতা মাস্ক, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মাস্ক, গেঞ্জির কাপড়, মমতার করোনাভাইরাস, করোনা, কলকাতায় করোনা আক্রান্ত

ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনাভাইরাসের কবল থেকে বঙ্গবাসী যাতে সুরক্ষিত থাকেন, সেজন্য় কখনও তিনি নিমপাতা-তুলসীপাতা খাওয়ার কথা বলেছেন, কখনও আবার মাস্কের অভাবে গেঞ্জির কাপড় ব্য়বহারের পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রাণঘাতী ভাইরাসের থেকে সতর্কতায় নিজে কী করছেন বাংলার মুখ্য়মন্ত্রী? শনিবার একটি সংবাদমাধ্য়মে সেকথা নিজে মুখেই জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

Advertisment

করোনায় কী সতর্কতা নিচ্ছেন মমতা?
বঙ্গবাসীকে করোনা সচেতনতার বার্তা দিতে গিয়ে এদিন বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, ''এক ঘণ্টা অন্তর সাবান দিয়ে কনুই পর্যন্ত হাত পরিষ্কার করুন। আমি যেমন নিজে তিনবার দিনে সাবান দিয়ে হাত ধুচ্ছি। দু'বার হ্য়ান্ড স্য়ানিটাইজ করছি''।

 আরও পড়ুন: করোনায় ‘সবিনয়ে’ মাস্কের বিকল্প বাতলালেন মমতা

একইসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, ''কারণ আমায় তো মানুষের সঙ্গে মিশতে হচ্ছে, যেটা উচিত নয়। কিন্তু আমি ঘরে ঢুকে গেলে কাজটা কে করবে! আমাকে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে। আমি করব। কারণ মানুষ বাঁচলে আমার লাভ। আমার নিজের বাঁচার জন্য় একটুও ইন্টারেস্ট নেই''।

আরও পড়ুন: করোনায় ২ টাকার চাল এবার বিনামূল্য়ে, বড় ঘোষণা মমতার

এদিনও বঙ্গবাসীর উদ্দেশে মমতা বলেন, ''কাঁচা খাবার খাবেন না এখন। ভাল করে সেদ্ধ করে খান। আমার অনেক ভাই-বোনেরা ডায়েটিং করেন। তাঁদের জন্য় বলছি শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ার দিকে নজর দিন। যেসব খাবারে প্রোটিন, ভিটামিন আছে খান। প্রোটিন খেলে কার্বোহাইড্রেটও খেতে হবে''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Mamata Banerjee corona
Advertisment