করোনা কাঁটায় বিদ্ধ খেলার মাঠও। এই প্রেক্ষিতে বাংলায় মাটিতে খেলার আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকেলেই বৈঠকে বসছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘খেলাধুলো তো আর বন্ধ হতে পারে না। কিন্তু সবকিছুকে বাঁচিয়ে করতে হবে। কেন্দ্র অ্যাডভাইজরি দিয়েছে যে খেলার মাঠে কোনও জমায়েত করা যাবে না। এ নিয়ে আজ বিকেলে বৈঠক করব’’।
উল্লেখ্য, মারণ ভাইরাসের আতঙ্কে দর্শকশূন্য মাঠেই খেলার আয়োজনের পরামর্শ দিয়েছে কেন্দ্র। আগামী ১৮ মার্চ ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ রয়েছে। করোনা সতর্কতায় দর্শকশূন্য মাঠেই ইডেনে খেলা হবে বলে জানানো হয়েছে। আইএসএল ফাইনালও দর্শকশূন্য মাঠে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘করোনায় কানন যেন সাবধানে থাকে’, বৈশাখীকে পরামর্শ উদ্বিগ্ন মমতার
আরও পড়ুন: দিলীপের করোনা দাওয়াই: ‘বাড়িতে শুদ্ধ কাপড় কেটে মাস্ক বানান’
অন্যদিকে, এদিনও করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না। সাবধানতা মেনে চলুন।এখন আমরা হাত মেলাবো না। নমস্কার করব। ৫ মিটার দূর থেকে কথা বলুন। আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। রান্না করা খাবার খান। কাঁচা খাবার খাবেন না। যেখানে সেখানে থুতু ফেলবেন না। করোনার মৃত্যুর হার ২%। শরীর খারাপ হলে ১৪ দিন বিশ্রাম নিন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এক ঘণ্টা অন্তর সাবান দিয়ে হাত পরিষ্কার করুন’’।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন