Advertisment

'ছেলেটা পরশু ফিরেছে, এরই মধ্যে ৫-৬ জায়গায় রেড!', ইডিকে ধুয়ে দিলেন মমতা

দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিকে তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee criticise ed for their raids

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিকে তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের একবার ইডির তল্লাশি অভিযান নিয়ে সরব তৃণমূলনেত্রী। বেছে বেছে তাঁদের পরিবারকেই 'টার্গেট' করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। বিদেশ থেকে চোখের চিকিৎসা করিয়ে রবিবার কলকাতায় ফিরেছেন সর্বভারতীয তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'হঠাৎ ছেলেটা পরশু ফিরেছে, এরই মধ্যে ৫-৬ জায়গায় রেড করেছে।' আবারও কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তৃণমূল সুপ্রিমোর।

Advertisment

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনজির নিশানার মুখে ইডি। মঙ্গলবার দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের মঞ্চ থেকেই মমতার ইডিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ইডির তল্লাশি অভিযান নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সিকে বিঁধে এদিন মমতা বলেন, 'আমাদের পরিবারকে টার্গেট করা হচ্ছে। না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশু ফিরেছে। এর মধ্যেই ৫-৬ জায়গায় রেড হয়ে গেছে। যখন-তখন রেড করছে। তালা ভেঙে ঢুকে যাচ্ছে।'

ইডিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না তার গ্যারান্টি কে দেবে? তুমি যে লুকিয়ে একটা বাক্সে কয়েক কোটি টাকা নিয়ে ঢুকছ না তার গ্যারান্টি কোথায়? পিঁপড়ে কামড়ালেও ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে।'

আরও পড়ুন- দুর্গাপুজো উদ্যোক্তাদের জন্য বিরাট সুখবর, বড় ঘোষণা মমতার, সঙ্গে ছাড়ের পর ছাড়

উল্লেখ্য, সোমবারই 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের একাধিক ঠিকানায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিউ আলিপুরে 'কাকু'র পুরনো সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে একটানা ১৮ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। রাতভর তল্লাশি শেষে বেরনোর একগুচ্ছ নথি নিয়ে গিয়েছে ইডি। সূত্রের খবর বহু ডিজিটাল নথি বাজেয়াপ্ত করেছে ইডি। এবার সেই সমস্ত নথি খতিয়ে দেখা হবে। এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অন্যতম অধিকর্তা পদে ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'।

এদিকে ফের একবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিগুলিকে আক্রম করায় পাল্টা সমালোচনায় মুখর হয়েছে রাজ্য বিজেপি। এদিন সংবাদমাধ্যমে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। টাকা অস্ত্র অভিষেকের বাড়িতে রাখা হবে ভাবছেন মমতা। অর্পিতার বাড়ি, ভোলে ব্যোম রাইস মিলে কি ইডি টাকা রেখেছে?' এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করেছে বামেরাও।

abhishek banerjee cbi ED tmc Sujaykrishna Bhadra Mamata Banerjee kalighater kaku
Advertisment