Advertisment

'রাজ্যকে চাকরি দিতে বলবে, ওদের পাপ আমরা নেব কেন?' অগ্নিবীর নিয়ে মমতার নিশানায় কেন্দ্র

আবারও অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee criticise modi government's agnipath project

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের নয়া এই প্রকল্পে বিজেপির শাখা-সংগঠনের লোকজন চাকরি পাবেন বলে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, ''সাধারণ যুবকরা অগ্নিবীরের চাকরি পাবেন না। ওদের শাখা-সংগঠনের লোকেদের চাকরি হবে।'' ৪ বছর পর অগ্নিবীরদের সংশ্লিষ্ট রাজ্যে চাকরির আবেদন প্রসঙ্গে তৃণমূলনেত্রীর তোপ, ''ওদের পাপ আমরা নেব কেন?''।

Advertisment

দেশের তিন সুরক্ষা বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগ করছে কেন্দ্র। শুরু থেকেই এই প্রকল্পের প্রতিবাদে সুর চড়িয়েছে বিরোধীরা। এর আগে অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে মুখ খুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন আরও একবার একই সুরে সোচ্চার তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের নতুন এই প্রকল্প প্রসঙ্গে এদিন তৃণমূলনেত্রী বলেন, ''অগ্নিবীরে সাধারণ যুবকরা চাকরি পাবেন না। চাকরি পাবেন ওদের কিছু শাখার লোক।''

আরও পড়ুন- 'ইতিবাচক আলোচনা', তৃণমূলের এই দাবির পরই গরম টুইট ধনকড়ের, বিতর্কে ঘি

মেয়াদ শেষে অগ্নিবীরদের সংশ্লিষ্ট রাজ্যে চাকরির আবেদন প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''রাজ্যকে ৪ বছর পর চাকরি দিতে বলছে। বলা হবে চাকরির জন্য অন্য রাজ্যের কাছে যাও। রাজ্যের বাসিন্দাদের চাকরি হবে। ওদের পাপ আমরা নেব কেন? বিজেপির ডাস্টবিন আমরা পরিস্কার করব না। ভোট শেষ হলে বাড়ি যেতে বলবে। ৪ মাসের ট্রেনিং দিয়ে ৪ বছর পর অগ্নিবীরদের চাকরিতে রাখা হবে না। লোকসভা ভোট শেষে হলে অগ্নিবীরদের বলা হবে বাড়ি যাও। ৪ বছরের বদলে ৬০ বছরে চাকরি করতে দিতে হবে।''

tmc bjp Mamata Banerjee Agnipath protest
Advertisment