/indian-express-bangla/media/media_files/2025/05/29/J1KsraLqNqrkgw7Ume9w.jpg)
Narendra Modi & Mamata Banerjee: নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee-Narendra Modi:পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। সেই হামলার নেপথ্যে পাকিস্তানের হাত থাকার প্রমাণ পেয়েছে ভারত। পাকিস্তানের ভূখণ্ডে থাকা ৯টি জঙ্গিঘাঁটি অপারেশন সিঁদুর (Operation Sindoor) চালিয়ে ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী। এবারই পাক অধিকৃত কাশ্মীর দখলের সুবর্ণ সুযোগ ভারতের হাতে ছিল বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেই সুযোগ হাতছাড়া করেছে বলে খোঁচা মুখ্যমন্ত্রীর।
গতকাল বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে ভারতের সেনাবাহিনীকে সম্মান জানায় রাজ্য সরকার। এরপরেই এই ইস্যুতে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই, সন্ত্রাসবাদের কোনও জাত, ধর্ম থাকে না। যেভাবে পর্যটকদের খুন করা হয়েছে তা শুধু শোকজ্ঞাপন করে প্রতিকার করার নয়।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। স্থলে, জলে, অন্তরীক্ষে সর্বত্র সেনাবাহিনী যেভাবে অ্যাকশন নিয়েছে স্যালুট জানাই। সন্ত্রাসবাদের কোনও ক্ষমা নেই। পহেলগাঁও নিয়ে BJP-র নেতারা কটু মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের একজন নেতা বলছেন মেয়েরা লড়াই করতে পারেননি ওখানে। যাঁরা মারা গিয়েছেন তাদের পরিবার এখন জিজ্ঞাসা করছেন যেসব জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে মেরে চলে গেল তাদের তো এখনও ধরা গেল না...!"
একথা বলার পরেই মুখ্যমন্ত্রী পাক অধিকৃত কাশ্মীর দখলের প্রসঙ্গ তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এটাই তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়ার। কেন সেই সুযোগ হাতছাড়া করল কেন্দ্র? এর উত্তর চাইব না? ওখানে যখন বিপদে পড়ে লোকে সাহায্য চাইল একজন নিরাপত্তরক্ষীওও সেখানে ছিলেন না।"