আবারও মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় এজেন্সি। সোমবার কলকাতায় ধনধান্য স্টেডিয়ামে শিল্পদ্যোগীদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইডি-সিবিআইকে নিশানা মুখ্যমন্ত্রীর। তাঁর পরিবারকে 'ডিস্টার্ব' করা হচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Advertisment
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "অনেক সময়ে অনেকে ডিস্টার্ব করছেন। আমার পরিবারকে সমস্যা করা হচ্ছে। যদিও আমি কারও থেকে এক কাপ চাও খাইনি। একটি জিনিস কিনলেও ইডি-সিবিআই তদন্ত করবে? যতক্ষণ না প্রতিহিংসা শেষ হবে ততক্ষণ এই কেস বন্ধ হবে না।"
উল্লেখ্য, কয়লা দুর্নীতি মামালায় এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার তলব পেয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী রুজিরাকেও তলব করেছিল ইডি। ইডির দিল্লির দফতরে গিয়েও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেককে। এবার নিয়োগ দুর্নীতির মামলাতেও অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নাম জড়িয়েছে। যদিও সেই অভিযোগও নস্যাৎ করেছেন অভিষেক। রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়ানো হচ্ছে বলে পাল্টা সোচ্চার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
অতি সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে গিয়ে ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি। সেই তল্লাশির পিছনেও অভিসন্ধি রয়েছে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক নিজে। মুখ্যমন্ত্রীও এবিষয়ে ঘোরতর আশঙ্কার কথা সামনে এনেছিলেন।