scorecardresearch

‘আশার আলো নয়, অমাবস্যার অন্ধকার’, মোদীর বাজেটকে তুলোধনা মমতার

কোন যুক্তিতে বাজেট বিরোধীতায় মুখ্যমন্ত্রী?

strict guidelines issued to prevent strike of government employees by nabanna , সরকারি কর্মীদের ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা নবান্নের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণের কোনও দিশা নেই বলে দাবি করেছেন তিনি। দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে ১০০ দিনের কাজের বরাদ্দ কমানো, ফুড সাবসিডি কমানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
গ্যাসের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো নিয়ে কেন কেন্দ্রীয় বাজেটে কোনও উল্লেখ নেই? প্রশ্ন মমতার। এই বাজেটকে ‘আশার আলো নয়, অমাবস্যার অন্ধকার’ বলে তোপ দেগেছেন।

এদিন বীরভূমে সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেই সভামঞ্চ থেকেই কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘বাজেটের নামে দরিদ্ররা বঞ্চিত হয়েছেন। একাংশ লাভবান হয়েছেন। তবে মুদ্রাস্ফীতি বাড়ায় তাতেও কোনও লাভ নেই।’

মুখ্যমন্ত্রীর কথায়, ‘কেন্দ্রীয় বাজেটে গরিব-মধ্যবিত্তদের জন্য কোনও লাভ নেই। সব বিক্রি করে দিচ্ছে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘সেল্ফ হেলফ গ্রুপ, আইসিডিএস-এর জন্য কী করেছে কেন্দ্র? তবু ক্রেডিট নিতে ছাড়ছে না।’

রাজ্যকে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে সরব তৃণমূল। তার মধ্যেই কেন্দ্রীয় বাজেটে এদিন ১০০ দিনের কাজ প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে বলে সরব মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘১০০ দিনের কাজের টাকা এবার ড্রাসটিক কাট করেছে। ওটা ওদের থেকে আর পাবেন না। একেই টাকা আটকে রেখেছে। এটা ক্রিমিনাল অফেন্স। কারণ সংবিধান লংঘন করছে ওরা। আমাদের টাকা আটকে রাখে কোন সাহসে। এটা অপরাধ নয়?’

মমতার দাবি, এখন আর উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস মেলে না। রান্নার গ্যাসের দাম কমানো নিয়েও কোনও কথা নেই। তাঁর কথায়, ‘ওঁরা নাকি গ্যাসের দাম কমিয়েছেন! গ্যাস বেলুন বোঝেন সেই গ্যাস বেলুন এটা। গ্যাসের দাম বেড়ে এখন ১১৭০ টাকা।’ ফুড সাববিসিডি কমানোয় রেশনও বন্ধ হয়ে যাবে। কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বন্ধ করতে করতে এবার নিজেরাই স্তব্ধ হয়ে যাবে।’

অবিজেপি শাসিত রাজ্যে কেন্দ্র রাজ্য শাসনে অসুবিধা তৈরি করছে বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee criticize central budget 2023