Mamata Banerjee-CV Ananda Bose: আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে নতুন বিধায়কদের শপথ গ্রহণ ইস্যুতে ফের একবার রাজ্যপালকেই নিশানা মুখ্যমন্ত্রীর। ''রাজভভনে যা চলছে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে।'' এমনই মন্তব্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এবার উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজভবন এবং রাজ্যের সরকারের মধ্যে দড়ি টানাটানি তুমুল পর্যায়ে গিয়েছে। একদিকে তৃণমূলের নবনির্বাচিত দুই বিধায়ক চাইছেন বিধানসভায় শপথ নিতে। তবে রাজ্যপাল চাইছেন বিধায়করা শপথ নিন রাজভবনেই। বিধানসভায় শপথ নিতে চেয়ে তৃণমূলের দুই বিধায়ক ইতিমধ্যেই রাজভবনে চিঠি পাঠিয়েছে।
তবে সিভি আনন্দ বোসও পাল্টা চিঠিতে তাঁদের জানিয়েছেন, বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালই শেষ কথা বলবেন। বিধানসভা নয়, দুই বিধায়কে শপথ নিতে হবে রাজভবনেই। তাঁর নির্দেশ অমান্যে বিধায়কদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন- IRCTC: IRCTC টিকিট বুকিং নিয়ে বিরাট আপডেট, পুজোর আগেই যাত্রীদের সাবধান করল রেল
এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "রাজভবনে যা চলছে মেয়েরা শপথ নিতে ভয় পাচ্ছে। কেন রাজ্যপাল বিধানসভায় এসে শপথ নেওয়াবেন না? কেন স্পিকার বা ডেপুটি স্পিকার দায়িত্ব নেবেন না।"
আরও পড়ুন- Mamata Banerjee: প্রথমে বসিয়ে পরে বুলডোজার দিয়ে উচ্ছেদ? কাউন্সিলরদের গ্রেফতারের হুঁশিয়ারি মমতার
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যের দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভগবানগোলা এবং বরানগর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নবনির্বাচিত এই দুই বিধায়ককে শপথ নেওয়ার জন্য রাজভবনে যেতে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তবে দুই বিধায়ক বিধানসভাতেই শপথ নিতে চান। রাজ্যপাল যাতে তাঁদের বিধানসভায় শপথ গ্রহণের ব্যবস্থা করেন সেই জন্য বিধানসভায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকাররা ধরনায় বসেছেন। তবে রাজ্যপাল এখনও তাঁদের আবেদনে সাড়া দেননি।