Advertisment

Mamata Banerjee: 'আমরা না করলে কোথায় পেতেন?', সন্দেশখালির রেখা পাত্রকে লক্ষ্মীর ভাণ্ডার খোঁচা মমতার

Mamata Banerjee-Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে BJP প্রার্থী করেছে সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্রকে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন রেখার সঙ্গে। তাঁকে উৎসাহ জুগিয়েছেন। রেখাও মোদীর আশীর্বাদ মাথায় নিয়ে জোরদার প্রচার সারছেন। বসিরহাট কেন্দ্রে এবার জয়ের ব্যাপারে একশোভাগ আশাবাদী রেখা। সন্দেশখালির সাধারণ মানুষ তাঁর পাশে থাকবেন বলেই তিনি আশাবাদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata banerjee criticizes sandeshkhali rekha patra

Mamata Banerjee-Rekha Patra: মমতা ব্যানার্জি ও রেখা পাত্র।

Mamata Banerjee-Rekha Patra: এবার সন্দেশখালির রেখা পাত্রকে খোঁচা তৃণমূল সুপ্রিমোর। "আমরা না করলে কোথায় পেতেন? একবার তো স্বীকার করুন।" নাম না করে বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রকে খোঁচা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisment

নাম না করে বসিরহাটের (Basirhat) BJP প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) খোঁচা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সরকারি প্রকল্পের সুবিধা নেন রেখাও, একথা ফের একবার স্মরণ করিয়ে দিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যে মহিলাকে ওখানে (বসিরহাটে) প্রার্থী করেছে তারা নাকি কিছু পায় না। আমি বলে দিচ্ছি মিলিয়ে নিন, তিনি স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার পান। আমরাই সেটা করে দিয়েছি। আমরা না করলে কোথায় পেতেন? একবার স্বীকার তো করুন।"

আরও পড়ুন- Srijan Bhattacharyya: দুরন্ত আবেদন সৃজনের! কাছে টানতে ISF-কে কোন কথা স্মরণ করালেন জানেন?

এরই পাশাপাশি এদিন ফের একবার সন্দেশখালির (Sandeshkhali) বিতর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও দাবি করেছেন, সন্দেশখালিতে কিছু সমস্যা ছিল। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেফতার করেছে। জমির সমস্যাও মিটিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, সন্দেশখালি নিয়ে কিছু অপপ্রচার হচ্ছে।

এদিকে, বসিরহাটের BJP প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্র জোরদার প্রচার সারছেন। বসিরহাট কেন্দ্রে এবার জয়ের ব্যাপারে একশোভাগ আশাবাদী রেখা। সন্দেশখালির সাধারণ মানুষ তাঁর পাশে থাকবেন বলেই তিনি আশাবাদী।

আরও পড়ুন- Mamata Banerjee On NIA Attack: ভূপতিনগরে কেন আক্রান্ত NIA? কারণ বাতলে বিরাট প্রশ্ন খোদ মমতার

বসিরহাট কেন্দ্রে এবার CPM-এর প্রার্থী সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার। সন্দেশখালির ঘটনায় নিরাপদ সরদারকেও পুলিশ গ্রেফতার করেছিল। বিজেপির মতোই সন্দেশখালি ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলকে তুলোধনা করে সোচ্চার বামেরাও।

নিরাপদ সরদারের বসিরহাট কেন্দ্র থেকে তাঁর প্রতিপক্ষ হওয়া প্রসঙ্গে রেখা বলেন, "উনি সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন। আমি বিজেপির হয়ে দাঁড়িয়েছি। ওরা আমার গুরুজন। আমি মনে করব ওরা গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমার লড়াই আমার মা-বোনেরা লড়ে নেবে। রাস্তায় নেমে দেখেছি মা-বোন-দাদা-ভাইরা আমার পাশে আছে। ঘরের মেয়েকেই চান ওরা।"

Basirhat Rekha Patra loksabha election 2024 Mamata Banerjee Sandeshkhali
Advertisment