Advertisment

মমতার মুকুটে নয়া পালক, দ্বিতীয়বারের জন্য বিরাট সম্মানে ভূষিত মুখ্যমন্ত্রী

'আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই।'

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee d-litt stxaviers-university, মমতার মুকুটে নয়া পালক, দ্বিতীয়বারের জন্য বিরাট সম্মানে ভূষিত মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীকে ডিলিট প্রদান রাজ্যপালের। ছবি- পার্থ পাল

ফের ডিলিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর হাতে সাম্মানিক ডি-লিট তুলে দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Advertisment

ডি-লিট সম্মান পেয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। সমাজের দুর্বল শ্রেণির হয়ে কাজ করতে চাই। দেশে একাতা সাম্য বজায় রাখা প্রয়োজন। সংবিধান বাঁচানো দরকার।'

সোমবার সেন্ট জেভিয়ার্সের নবনির্বিত প্রশাসনিক ব্লকেরও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে এই বিল্ডিংয়েই হবে উপাচার্য, রেজিস্ট্রার এবং কন্ট্রোলারের দফতর।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই কলেজ থেকে বিশ্ববিদ্য়ালয় স্তরে উন্নীত হয়েছিল সেন্ট জেভিয়ার্স। পরে নিউটাউনে তৈরি হয় বিশ্বিবদ্য়ালয়ের নয়া ক্যাম্পাস। সেইঅ ক্যাম্পাসের উদ্বোধনও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেন্ট জেভিয়ার্সের আগে ২০১৮ সালে শতাব্দী প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতাকে ডিলিট সম্মান প্রদান করেছিল। তৎকালীন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী নিজে হাতে ডিলিট সম্মান মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন। সাহিত্য ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিলিট স্বীকৃতি দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্মানপ্রাপ্তির পর মুখ্যমন্ত্রী আপ্লুত হয়ে বলেছিলেন যে, ‘এমন সম্মান পাব জীবনে ভাবিনি, নিজেকে ধন্য মনে করছি। আমি গর্বিত।’

st xaviers Mamata Banerjee
Advertisment