Advertisment

একেবারে ভিন্ন মেজাজে মমতা, মহা-আনন্দে নাচলেন ধামসা-মাদলের তালে

'দিদি'র কর্মকাণ্ডে মুগ্ধ আদিবাসীরা। নবদম্পতিদের অনেকেরই দাবি, জীবনের গুরুত্বপূর্ণ দিনে স্মরণীয় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee dancing with adibasis in alipurduar, আদিবাসীদের সঙ্গে নাচলেন মমতা

আদিবাসী মহিলাদের সঙ্গে নাচছেন মুখ্যমন্ত্রী।

আবারও নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী। ফের আলিপুরদুয়ারেই। গণবিবাহের অনুষ্ঠানে উত্তরের এই জেলায় গতবছর ফেব্রুয়ারি মাসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন আদিবাসীদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল রাজ্যের প্রশাসিক প্রধানকে। এবারও তারই পুরনাবৃত্তি।

Advertisment

এবার আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেন মমতা। আদিবাসী ধাঁচেই পোশাক পরে অনুষ্ঠানে আসেন তিনি। শুরুতেই তাঁকে পাত্র-পাত্রী সঙ্গে কথা বলতে দেখা যায়। বেশ কয়েকজন দম্পতির হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তারপর সোজা মঞ্চে চলে যান তিনি। এরপরই ছিল এ দিনের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষনীয় বিষয়। দেখা যায় মঞ্চে আদিবাসী পোশাক পরিহিত মুখ্যমন্ত্রী আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা-মাদলের তালে পা মেলাচ্ছেন। যা এক কথায় অনবদ্য। মিনিট চার-পাঁচেক মুখ্যমন্ত্রীকে নাচতে দেখা গিয়েছে।

'দিদি'র কর্মকাণ্ডে মুগ্ধ আদিবাসীরা। নবদম্পতিদের অনেকেরই দাবি, জীবনের গুরুত্বপূর্ণ দিনে স্মরণীয় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অনলাইন গেমেই চরম সর্বনাশ, মাকে খুন করে ২ দিন লুকিয়ে রাখল ছেলে

সঙ্গীতমেলার উদ্বোধনেও আদিবাসী শিল্পীদের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেটা ২০২০ সালের ডিসেম্বর মাসে। তারপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে আলিপুরদুয়ারে গণবিবাহের অনুষ্ঠানে ধামসা-মাদলের তালে পা মেলান তিনি। পরে ওই বছর অগাস্টে ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আলিপুরদুয়ারের ঘটনার প্রতিফলন ঘটে।

Mamata Banerjee Alipurduar
Advertisment