/indian-express-bangla/media/media_files/2025/06/14/xE5X5zyEgQntsMNRblY7.jpg)
Digha Rath Yatra 2025: জগন্নাথ মন্দির তৈরির পর এই প্রথম দিঘায় রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে।
Mamata Banerjee preparatory meeting:দিঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরির পর এই প্রথম সেখানে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। দিঘায় রথযাত্রা নিয়ে এই বছর বিরাট উন্মাদনা গোটা রাজ্য জুড়ে। সবাই যাতে এই রথযাত্রার সামিল হতে পারেন তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ বন্দোবস্ত করছে রাজ্য প্রশাসন। রথযাত্রার প্রস্তুতি বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্যতম হল দিঘার রথের রশির দৈর্ঘ্য নির্ধারণ।
সাধারণ মানুষ যাতে দিঘার রথের রশি ছুঁতে পারেন তার জন্য এবার জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে 'মাসির বাড়ি' পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দু'দিকে দুটি রথের রশি বা দড়ি রাখা থাকবে। ভক্তরা যাতে সহজেই সেই রথের রশি ছুঁতে পারেন তার জন্য এই ব্যবস্থা রাজ্য প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন। মন্দির থেকে শুরু করে 'মাসির বাড়ি' পর্যন্ত যাতে দর্শনার্থীরা রথের রশি ধরার সুযোগ পান তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৭ জুন রথযাত্রা। তার আগের দিনেই দিঘায় পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রথযাত্রার দিন সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কারের পর রথের রশিতে টান দেওয়া হবে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তাদের পাশাপাশি গতকাল দিঘার রথযাত্রা নিয়ে প্রস্তুতি বৈঠকে ছিলেন ISKCON, সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট-সহ মন্দির কমিটির প্রতিনিধিরা।
এই বছর দীঘায় রথযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। সৈকত নগরীতে এই মাত্রাতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে লাগামছাড়া ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে। রথযাত্রার সময় যাতে পর্যটকদের এভাবে হেনস্থা হতে না হয় তার জন্য নজরদারি আরও কঠিন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। থাকার হোটেলের পাশাপাশি খাবারের দোকান-সহ অন্যান্য গাড়ি ভাড়াও যাতে কোনওভাবে বাড়ানো না হয় সে ব্যাপারে প্রশাসনকে বাড়তি তাৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রথযাত্রার আগের দিন থেকেই দিঘায় যান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হয়ে যাবে।
সমুদ্র নগরী জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকবে। রথযাত্রাকে কেন্দ্র করে দিঘায় লক্ষাধিক ভক্তের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। উল্টোরথ পর্যন্ত সৈকত নগরী দিঘায় নানা বিধি-নিষেধ আরোপ থাকবে বলে জানা গিয়েছে। জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের পর থেকে এমনিতেই দিঘায় ভিড় বেড়েছে পর্যটকদের। এবার এই রথযাত্রার কেন্দ্র করে সেই ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।