/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Mamata-and-Dev.png)
Lok Sabha Election 2024: পিংলার নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও দেব।
Lok Sabha Election 2024: দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিনে প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের তুলোধনা করার পাশাপাশি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে (Dev) নিয়ে এদিন বেশ কিছু অজানা তথ্য প্রকাশ্যে এনে দিলেন তৃণমূলনেত্রী।
দেবকে নিয়ে কী বললেন তৃণমূলনেত্রী?
"আমাদের প্রার্থী দেবকে আপনাদের পছন্দ? দেব আমাকে বলেছিল, আমার এবার অনেক কাজ আছে, এবার তুমি আমাকে ছেড়ে দাও। আমি বললাম, আমরা তোমায় ছাড়ব না। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়ব না। দেবকে দাঁড় করিয়েছি। দেব শুধু আপনাদের এখানে কাজ করছে তাই নয়। ও বাংলার অনেক কেন্দ্রে গিয়েও আমাদের হয়ে প্রচার করছে। আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে। আপনারা আপনাদের মূল্যবান ভোট অবশ্যই দেবকে দেবেন।"
এদিন ফের একবার চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে তৃণমূল সুপ্রিমো এদিন সমালোচনা করেছেন বিচার ব্যবস্থারও। তিনি এদিন বলেন, "২৬ হাজার চাকরি কেড়ে বলছে ৪ সপ্তাহে টাকা ফেরত দাও। আপনাকে টাকা ফেরত দিতে বললে পারবেন তো? কোনও দুর্নীতি নেই, সবটাই BJP-র চক্রান্ত।" চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের 'চাকরিখেকো' বলে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন- Modi on TMC: ‘২৬ হাজার পরিবারের রুজি-রুটি শেষ’, চাকরি বাতিল ইস্যুতে তৃণমূলকে তুলোধনা মোদীর
আরও পড়ুন- Birbhum BJP Candidate: শেষপর্যন্ত বিজেপির আশঙ্কাই সত্যি হল, মনোনয়ন বাতিল বীরভূমের পদ্ম প্রার্থীর
রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে বলে মনে করেন দলনেত্রী। তাঁর কথায়, "তৃণমূল করলে NIA আর BJP করলে ওয়াশিং মেশিন। উন্নয়নে পৃথিবীর সেরা বাংলা। বাংলায় কোনও দুর্নীতি নেই, সবই BJP-র চক্রান্ত।"