West Bengal CM Mamata Banerjee on Dharna Updates: কলকাতার নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার রাত থেকে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই মেট্রো চ্যানেলে মমতার ধর্না মঞ্চের সামনে ভিড় জমান তৃণমূল কর্মী-সমর্থকরাও। সোমবার সারাদিন সেই ভিড় বজায় থেকেছে। প্রশাসনিক কাজকর্ম করেছেন মমতা। এমনকি রাজ্য বাজেট বিধানসভায় পেশ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
অন্যদিকে, আজ রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের। আবার রাজীব কুমার কাণ্ডে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। ধর্না মঞ্চে দাঁড়িয়ে মমতা ফের হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন কায়েম করতে চাইলে সংবিধানের ১৪৪ ধারা প্রয়োগ করবে সরকার।
9.20 PM: কানিমোঝি ভাষণের শুরুতেই জানিয়ে দিলেন, মমতার লড়াইয়ে পাশে আছে ডিএমকে। বললেন, "আমরা মমতার জন্য গর্বিত।” জানালেন, ১৯ জুলাইয়ের কলকাতার ব্রিগেডে বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা দেখে ভয় পেয়েছে বিজেপি।ডিএমকে মমতার পাশে আছে, থাকবে শেষ পর্যন্ত, ভাষণের শেষে ফের বললেন কানিমোঝি। বিজেপি-র ক্ষমতায় ফেরার স্বপ্ন পূর্ণ হবে না, জোর গলায় বললেন করুণানিধি-কন্যা।
9.13 PM: 'দেশ কো বাঁচানা হ্যায়, মোদি কো ভাগানা হ্যায়', ধর্না মঞ্চ থেকে স্লোগান তুললেন মমতা। তেজস্বী-কানিমোঝির উপস্থিতিতে মেট্রো চ্যানেল সরগরম।
9.00 PM: নরেন্দ্র মোদীর সরকার 'সত্যের পক্ষে লড়লেই মিথ্যে মামলা'-র নীতি নিয়েছে দেশের বিরোধী দলগুলির বিরুদ্ধে, ধর্না মঞ্চ থেকে তোপ দাগলেন তেজস্বী, ভূয়সী প্রশংসা করলেন মমতার লড়াইয়ের। তাঁর নিজের পরিবারও বিজেপি সরকারের প্রতিহিংসার শিকার, বললেন তেজস্বী।
8.50 PM: মমতার ধর্না মঞ্চে পৌঁছে গেলেন লালুপুত্র তেজস্বী যাদব এবং ডিএমকে নেত্রী কানিমোঝি। সমর্থকদের উল্লাস স্বাগত জানাল দুই নেতানেত্রীকে। মমতার সঙ্গে চলছে একান্ত কথোপকথন।
8.10 PM: বিমানবন্দর থেকে ধর্না মঞ্চের দিকে
রওনা দিলেন লালুপ্রসাদ যাদবের পুত্র তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব, এবং করুণানিধি-কন্যা তথা এম কে স্ট্যালিনের বোন কানিমোঝি। এই প্রথম কোনো রাষ্ট্রীয় স্তরের নেতা সশরীরে হাজির হবেন মঞ্চে।
5.30 PM: প্রমাণ ছাড়া রাজীব কুমারকে চোর বলা হচ্ছে, অভিযোগ করলেন মমতা। এ ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা, বললেন মুখ্যমন্ত্রী
4.43 PM: ধর্না মঞ্চের পাশে তৈরি করা একটি অস্থায়ী মঞ্চ থেকেই পুলিশের পদক প্রদান শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী।
4.02 PM: তিনবার নোটিসের পরেও হাজির হননি কলকাতার পুলিশ কমিশনার, অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। তাঁর প্রশ্ন, পুলিশ কমিশনারকে নিয়ে এত তৎপরতা কেন মমতার?
2.55 PM: ‘‘এটা রাজনৈতিক আন্দোলন নয়। এই ধর্না আসলে সত্যাগ্রহ। একার লড়াই নয়, সকলের লড়াই এটা। আশা করব, আইন আইনের পথে চলবে,’’ ধর্না মঞ্চে বললেন মমতা।
2.38 PM: রাজ্য বাজেট পেশ করতে গিয়ে সিবিআই হানার প্রসঙ্গ টানলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন মন্ত্রী বলেন, ‘‘আমাদের দেশ ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আনা হচ্ছে। রাজ্যে হস্তক্ষেপ করছে কেন্দ্র।’’
2.33 PM: মেট্রো চ্যানেলে মমতার ধর্না মঞ্চে এলেন ত্বহা সিদ্দিকী।
2.00 PM: কলকাতার সিপির বাড়িতে সিবিআই হানা নিয়ে কী বললেন নীতিশ কুমার?
Bihar CM Nitish Kumar on CBI action in West Bengal:These things can only be explained by people who are doing it. I don’t react to such things.CBI&the govt in question will explain. Until the Election Commission announces the date of elections, anything can happen in the country. pic.twitter.com/kvAvBWrBku
— ANI (@ANI) February 4, 2019
1.45 PM: ‘‘মমতাজির পাশে আছি’’, বার্তা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির।
Former J&K CM M Mufti: Manner in which constitutional institutions in this country, like CBI, are being misused to settle scores with opponents is unfortunate...We stand with Mamata ji. If institutions continue being discredited like this federal structure will be fractured. pic.twitter.com/BJaa0c18AD
— ANI (@ANI) February 4, 2019
1.40 PM: ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনা মমতার। মেট্রো চ্যানেলেই মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রীর। আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
1.33 PM: কলকাতায় সিবিআই হানার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল পাহাড়েও। মমতার সমর্থনে দার্জিলিঙে মিছিল গোর্খা জনমুক্তি মোর্চার। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
West Bengal: Gorkha Janmukti Morcha took out a rally in Darjeeling today in support of Chief Minister Mamata Banerjee. pic.twitter.com/HJEJDZGJVv
— ANI (@ANI) February 4, 2019
1.28 PM: ‘‘তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না’’, মন্তব্য নির্মলা সীতারমণের।
Nirmala Sitharaman: In interest of wanting free & fair environment in which LS polls can be conducted,we have come to bring to the notice of EC certain happenings in WB which has complete cooperation of TMC.Instances we highlighted point out that TMC doesn't believe in democracy pic.twitter.com/9sVZ0yDBkb
— ANI (@ANI) February 4, 2019
1.20 PM: রাজ্যে সিবিআই অফিসারদের রোখা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। এদিন কমিশনে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, মুখতার আব্বাস নকভি, ভূপেন্দ্র যাদবরা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
Delhi: BJP delegation including Defence Minister Nirmala Sitharaman, Mukhtar Abbas Naqvi & Bhupendra Yadav met Election Commission today on West Bengal issue. pic.twitter.com/hYIbAyf6RI
— ANI (@ANI) February 4, 2019
1.18 PM: পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করল, তা ভয়ঙ্কর, গণতন্ত্র বিরোধী: অরবিন্দ কেজরিওয়াল।
Delhi CM Arvind Kejriwal: Whatever central govt did in West Bengal is very dangerous, against constitution & democracy...Every state has an elected govt, if PM sends CBI & ED like this & try to scare the officers then this country will not be safe. pic.twitter.com/cXlYMJoZYQ
— ANI (@ANI) February 4, 2019
1.12 PM: সিবিআই অফিসারদের রোখা নিয়ে সরব স্মৃতি ইরানি।
Union Minister Smriti Irani: The fact that paramilitary forces had to be deployed for the protection of those officers, who were diligently doing their duty, is for the first time an unprecedented view given to the citizen with regards to the state of anarchy in the #WestBengal. pic.twitter.com/OrMdGXgSGa
— ANI (@ANI) February 4, 2019
12.55 PM: ধর্না মঞ্চ থেকেই কার্যত সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল দেখার পাশাপাশি সইও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
12.47 PM: রাজীবকাণ্ডে এবার হাইকোর্টে গেল রাজ্য সরকার। হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশ লঙ্ঘন করে গতকাল সিপির বাড়িতে গিয়েছে সিবিআই। তাই জরুরিভিত্তিতে শুনানি করা হোক, এ কথাই এদিন আদালতে বলেন এজি কিশোর দত্ত। এর তীব্র বিরোধিতা করে সিবিআইয়ের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ বলেন, গতকালের সিবিআইয়ের অভিযানের সঙ্গে আগে জারি করা স্থগিতাদেশের নোটিসের কোনও সম্পর্ক নেই। তিনজন আধিকারিকের উপর স্থগিতাদেশের নোটিস জারি করা হয়েছিল। কিন্তু সেই সুবিধা অন্য একজন কী করে পেতে পারেন। পাশাপাশি অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি কাল। সেই শুনানির পরই আদালত পদক্ষেপ করুক। কিন্তু আজই বারবার শুনানির জন্য আর্জি রাখেন এজি। অন্যদিকে আজ শুনানি করা হবে না বলে সাফ জানিয়ে দেন বিচারপতি। মঙ্গলবারই এ মামলা তালিকাভুক্ত করা হবে বলে জানান বিচারপতি।
12.35 PM: ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এ ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি’’, সংসদে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
HM Rajnath Singh in Lok Sabha: West Bengal Governor Keshari Nath Tripathi has summoned Chief Secretary and Director General of Police and has asked them to take immediate action to resolve the situation. pic.twitter.com/RK3euu7OSE
— ANI (@ANI) February 4, 2019
12.25 PM: কলকাতার নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে সংসদে তুমুল হইচই। সিবিআই হানার প্রতিবাদে সংসদে একযোগে সরব বিরোধীরা। রাজনাথ সিংয়ের বক্তব্য পেশের সময় বিরোধীদের স্লোগান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কলকাতায় কাল যেভাবে সিবিআই আধিকারিকদের রোখা হয়েছে, তা দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।’’ বিরোধীদের হইচইয়ের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।
HM Singh on the CBI action in Saradha chit fund case in West Bengal yesterday: The action was taken after SC had ordered an investigation into Saradha chit fund case . The Police Commissioner was summoned many times but he did not appear. pic.twitter.com/pM4vXdvExN
— ANI (@ANI) February 4, 2019
12.17 PM: ‘‘মমতা কেন ধর্নায় বসেছেন? কাকে আড়াল করতে চাইছেন তিনি? পুলিশ কমিশনার নাকি নিজেকে?’’ কটাক্ষের সুরে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের। তিনি বলেন, তদন্ত বন্ধের চেষ্টা চালানো হচ্ছে।
P Javadekar: Whatever is happening in Kolkata&WB is one of a kind. Never before was an investigating team taken into custody by police. It's murder of democracy. We want to ask Mamata Banerjee why is she staging dharna, who does she want to shield? Police Commissioner or herself? pic.twitter.com/hSwaqqPxc3
— ANI (@ANI) February 4, 2019
12.12 PM: রাজীবকাণ্ডের আঁচ লোকসভায়। সিবিআই হানা নিয়ে সংসদে সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন লোকসভায় সৌগত বলেন, ‘‘সিবিআইকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার ক্ষমতার অপব্যবহার করেছে। এর বিরুদ্ধে রাজ্যে সত্যাগ্রহ করছেন মুখ্যমন্ত্রী। আমরা সিবিআই হানার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশের সাংবিধানিক কাঠামো নষ্ট করছেন মোদী-অমিত শাহ। প্রধানমন্ত্রীর জবাব চাই।’’
Saugata Roy, TMC in Lok Sabha: Satyagrah by West Bengal CM is against the misuse of CBI by central govt. We strongly protest against the CBI and BJP leadership led by PM Modi & Amit Shah who have damaged the constitutional structure. The PM should answer in the House. pic.twitter.com/6s8CroD5x5
— ANI (@ANI) February 4, 2019
12.00 PM: ‘‘বিরোধীদের একজোট হয়ে এই ফ্যাসিস্ট বাহিনীকে হঠাতে হবে’’, টুইট রাহুল গান্ধীর।
I spoke with Mamata Di tonight and told her we stand shoulder to shoulder with her.
The happenings in Bengal are a part of the unrelenting attack on India’s institutions by Mr Modi & the BJP.
The entire opposition will stand together & defeat these fascist forces.
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2019
11.50 AM: ‘‘মমতার অভিযোগ একদম ঠিক। দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের মাস্টার নয়’’, বললেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।
Farooq Abdullah, National Conference on CBI issue in West Bengal: Her (Mamata Banerjee) allegation is right. This country is in danger as its becoming dictatorial. They (Central govt) are not masters of this country, people are. pic.twitter.com/uVbAFdiSXf
— ANI (@ANI) February 4, 2019
11.47 AM: ‘‘নতুন সরকার এলে, আমরা সকলে মিলে আলোচনা করে কৃষকদের জন্য ভাল কিছু করব’’, বললেন মুখ্যমন্ত্রী।
11.45 AM: ‘‘লোকসভা ভোটের আগে ঢালাও প্রতিশ্রুতি দিচ্ছে’’, মোদী সরকারের বাজেট নিয়ে ফের খোঁচা মমতার।
11.40 AM: ‘‘কৃষকদের ঘুম কেড়েছে মোদী সরকার। নোট বাতিলের পর সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা’’, বললেন মুখ্যমন্ত্রী।
11.35 AM: ‘‘জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী সরকার রাজনৈতিক ভাবে ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রতিহিংসামূলক আচরণ করছে’’, ধর্না মঞ্চ থেকে কৃষকসভার উদ্দেশে মোবাইলে বললেন মমতা।
11.31 AM: ধর্না মঞ্চ থেকে মোবাইলে কৃষক ও খেতমজুরদের সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী।
11.25 AM: রাজীবকাণ্ডে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
MHA sources: HM Rajnath Singh called up Governor of West Bengal Keshari Nath Tripathi to be apprised of the facts of the unfortunate and unprecedented situation of officers of a Central Investigating Agency being manhandled, detained, intimidated and obstructed. (file pic) pic.twitter.com/0AGtVo4OUe
— ANI (@ANI) February 4, 2019
11.12 AM: মমতাকে পাশে থাকার বার্তা দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
11.06 AM: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এদিন মামলার উল্লেখ পর্বে সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কলকাতার নগরপাল চিটফান্ড দুর্নীতির তদন্তের প্রয়োজনীয় তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন। এরপরই দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর ডিভিশন বেঞ্চ বলে, ‘‘প্রমাণ দিন, কলকাতার সিপি তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন। যদি প্রমাণ দিতে পারেন, সেক্ষেত্রে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ আদালত এও জানিয়ে দেয় যে এ মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। এদিন রাজ্যের তরফে সওয়াল করেছেন পশ্চিমবঙ্গ থেকে জয়ী কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিঙভি। সুপ্রিম কোর্টের অনুমতি না নিয়ে কীভাবে কলকাতা পুলিশের সর্বোচ্চ আধিকারিকের বাড়িতে হানা দিল সিবিআই? সুপ্রিম কোর্টে প্রশ্ন অভিষেক মনু সিঙভির।
10:52 AM: রাজীবকাণ্ডে মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে।
SC to hear tomorrow CBI plea seeking directions to Kolkata Police Commissioner Rajeev Kumar to cooperate with the investigation in Saradha chit fund case. pic.twitter.com/ZvygRQbT6K
— ANI (@ANI) February 4, 2019
10:50 AM: মমতার ধর্না মঞ্চে সপা নেতা কিরন্ময় নন্দ।
10:45 AM: ‘‘দেশকে বাঁচাতে হবেই’’, সংসদ চত্বরে বললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
Derek O'Brien, TMC in Parliament: We have spoken to all opposition parties, we all will go forward. We have to save the Constitution, the country and the federal structure. Later today, all opposition parties will go to the Election Commission. pic.twitter.com/8sRK6m86x7
— ANI (@ANI) February 4, 2019
10:37 AM: সুপ্রিম কোর্টে সিবিআই। সারদা তদন্তে কলকাতার নগরপাল রাজীব কুমার সহযোগিতা করুন, সুপ্রিম কোর্টে এমনই আর্জি সিবিআইয়ের। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
CBI moves Supreme Court seeking directions to Kolkata Police Commissioner Rajeev Kumar to cooperate with the investigation in Saradha chit fund case. pic.twitter.com/SbM7kPu6Rh
— ANI (@ANI) February 4, 2019
CBI in its petition says Kolkata Police Commissioner Rajeev Kumar was summoned multiple times but failed to cooperate and created hurdles in the investigation. https://t.co/azqST4RAWz
— ANI (@ANI) February 4, 2019
10:20 AM: সিবিআই ইস্যুতে রাজ্যসভায় নোটিস দিল তৃণমূল। নোটিস দিল কেজরিওয়ালের আম আদমি পার্টিও।
10:15 AM: সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ তৃণমূলের। কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেল অবরোধ। তারকেশ্বরে রেল অবরোধ তৃণমূলের, চুঁচুড়ায় বিক্ষোভ কর্মসূচি। বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ডোমজুড়ের ডাঁশি স্টেশনে অবরোধ চলে। দুর্গাপুর ইস্পাত কারখানাতেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
10:00 AM: ‘‘বিরোধী নেতাদের সঙ্গে আজ দিল্লিতে বৈঠক করব। দেশজুড়ে আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেব’’, বললেন চন্দ্রবাবু নাইডু। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
Andhra Pradesh CM&TDP Chief N Chandrababu Naidu on CBI issue in West Bengal: We will hold discussions with opposition party leaders in Delhi today & draft an action plan on a nation-wide movement. TDP MPs will strongly protest along with other opposition leaders today. (file pic) pic.twitter.com/oQKCQyMS4U
— ANI (@ANI) February 4, 2019
9:45 AM: ধর্না মঞ্চে মমতা, এই মুহূর্তের ভিডিও
#WATCH West Bengal Chief Minister Mamata Banerjee continues dharna over CBI issue after a short break early morning. West Bengal CM began the 'Save the Constitution' dharna last night. #Kolkata pic.twitter.com/DBoS0GC1MJ
— ANI (@ANI) February 4, 2019
9:30 AM: ধর্নায় মমতা, নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে পারে বিরোধী দলগুলো। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
West Bengal Chief Minister Mamata Banerjee during 'Save the Constitution' dharna in #Kolkata: A memorandum has been signed by all the opposition parties and it will be submitted to the Election Commission pic.twitter.com/ZfyGSqR23u
— ANI (@ANI) February 4, 2019
9:00 AM: মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চে মমতা। ধর্না মঞ্চ থেকেই একাধিক কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী।
8:30 AM: মমতার ধর্না মঞ্চে এই মুহূর্তের পরিস্থিতি কী? দেখুন ভিডিও
Present situation at the Dharna Manch.
Express Video by Shashi Ghosh pic.twitter.com/VbKgC6YPxO
— The Indian Express (@IndianExpress) February 4, 2019
8:00 AM: আজ মমতার ধর্নামঞ্চে আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার রাতেই মমতাকে ফোন করেন কেজরি।
7.30 AM: মমতাকে দেখতে সকাল সকাল মেট্রো চ্যানেলে জনজোয়ার
7.07 AM: রাতভর ধর্নায় মমতা, মেট্রো চ্যানেলে ভিড় তৃণমূল কর্মী-সমর্থকদের।
রবিবার বিকেলে লাউডন স্ট্রিটে নগরপালের বাড়িতে আচমকাই হানা দেয় সিবিআইয়ের একটি দল। যা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। সিপির ঘরে সিবিআইয়ের পথ আটকাতে হাজির হন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। রাস্তার মধ্যেই পুলিশের সঙ্গে সিবিআই আধিকারিকদের বাদানুবাদ চলে। এরপর কয়েকজন সিবিআই আধিকারিককে জোর করে গাড়িতে তুলে শেক্সপিয়র সরণি থানায় নিয়ে আসে পুলিশ। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন, জেনে নিন রাজীব কুমারের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?
এদিকে এ ঘটনায় রাজীব কুমারের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী। সিপির বাড়িতে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। লাউডন স্ট্রিটে যান এডিজি (আইনশৃঙ্খলা), ডিজিপিরাও। সিপির বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিমও। সেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়। এরপরই সিপির বাড়ির বাইরে সাংবাদিক সম্মেলন করে মমতা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসার কথা ঘোষণা করেন। রবিবার রাতে মমতাকে ফোন করেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, ওমর আবদুল্লারা।