Advertisment

রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠান! ক্ষুব্ধ মমতার চিঠি রাজ্যপালকে, কী লিখলেন মুখ্যমন্ত্রী?

পূর্বসূরী জগদীপ ধনকড়ের পথেই হাঁটলেন বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
Why did Mamata avoid conflict with Raj Bhavan on Nandini Chakraborty issue, রাজভবনের সঙ্গে সংঘাত এড়ালেন মমতা! কীসের বার্তা?

রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্বসূরী জগদীপ ধনকড়ের পথেই হাঁটলেন বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজ্যপাল। আর তাতেই চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই চিঠি পাঠিয়ে রাজ্যপালকে পশ্চিমবঙ্গ দিবস পালন না করার অনুরোধ জানিয়েছেন মমতা। রাতে নবান্ন থেকে চিঠি পাঠানো হয় রাজ্যপালকে।

Advertisment

জানা গিয়েছে, ফোন করেও রাজ্যপালের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গত শনিবার রাজভবন থেকে জানানো হয়েছিল, ২০ জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবসের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রাজ্যপালের। সোমবার এই সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপালকে ফোন করে কথা বলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ কথা হয়েছে তাঁদের মধ্যে। পরে নবান্ন থেকে চিঠি পাঠানো হয় উল্লেখ করা হয়েছে।

চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, "আপনার সঙ্গে কথোপকথনের সময় আপনি সম্মত হয়েছেন যে একতরফা ভাবে এবং কোনওরকম আলোচনা ছাড়া পশ্চিমবঙ্গ দিবসের ঘোষণা করা ঠিক নয়। আপনি আমাকে আশ্বস্ত করেছেন এই ধরনের কোনও অনুষ্ঠানের আয়োজন আপনি করবেন না।"

চিঠিতে তিনি উল্লেখ করেছেন স্বাধীনতার পর থেকে বাংলায় কখনও পশ্চিমবঙ্গ দিবসের মতো অনুষ্ঠান আয়োজন করা হয়নি। দেশ ভাগের করুণ স্মৃতি বাংলা সর্বদা মনে রেখেছে সাম্প্রদায়িক শক্তির উত্থান হিসাবে। তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের জন্ম কোনও বিশেষ দিনে হয়নি। আমরা বাংলায় জন্মেছি, বড় হয়েছি। কখনও এখানে কোনওদিন পশ্চিমবঙ্গ দিবসের মতো কোনও অনুষ্ঠান হতে দেখিনি। এই ধরনের অনুষ্ঠান কোনও রাজনৈতিক দল নিজেদের প্রতিহিংসার রাজনীতির জন্য করতেই পারে, কিন্তু এই ধরনে কোনও অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনও যোগাযোগ নেই।"

আরও পড়ুন নাগাড়ে বাজছে ফোন, ভোট-সন্ত্রাসের বীভৎস-সাংঘাতিক অভিযোগ রাজভবনের পিস রুমে

প্রসঙ্গত, রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই সীমাহীন সন্ত্রাস দেখছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। জেলায়-জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু থেকে তুমুল অশান্তি হয়েছে। খড়গ্রাম, নওদা, চোপড়া, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মালদহের সুজাপুরে নির্বাচনকে কেন্দ্র করে হিংসার বলি হয়েছেন সধারণ মানুষ। এখনও পর্যন্ত রাজ্যে ভোট-সন্ত্রাসের বলি হয়েছেন ৭ জন।

এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনে তিনি খুলেছেন পিস রুম। নির্বাচন সংক্রান্ত যে কোনও অভিযোগ রাজ্যপালের পিস রুমে জানাতে পারছেন সাধারণ মানুষ। অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করছে রাজভবন। ২৪ ঘণ্টা খোলা থাকছে এই পিস রুম। গত ১৬ জুন থেকে রাজভবনে চালু হয়েছে পিস রুম। ইতিমধ্যেই ৩০০-র বেশি অভিযোগ এসেছে এই পিস রুমে। অভিযোগ মিলতেই রাজভবনের তরফে যোগাযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন ও সরকারের সঙ্গে। সেই মতো পদক্ষেপ করছে কমিশন-সরকার।

Mamata Banerjee West Bengal c v anand bose
Advertisment