/indian-express-bangla/media/media_files/2025/09/20/images-4-2025-09-20-21-35-23.jpeg)
শুভেন্দু অভিযোগের পাল্টা কী বললেন মমতা?
আগামীকাল মহালয়া। তার আগেই শনিবার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি রাজ্যবাসীকে প্রাণের পুজো দুর্গাপুজোর প্রাক শুভেচ্ছাও জানিয়েছেন। এনিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও বিরোধী দলনেতার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শনিবার শহরের একাধিক নামি পুজো মণ্ডপের উদ্বোধন করে রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে এক পোষ্টে মুখ্যমন্ত্রী লিখেছেন," দুর্গাপুজো বাংলা তথা বাঙালির সেরা উৎসব, আমাদের প্রাণের উৎসব, আমাদের গর্বের উৎসব। আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে এর যোগ। এই পুজো এমন একটা আবেগ যা সকলকে এক করে দেয়। UNESCO পর্যন্ত দুর্গাপুজোকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে বিরল সম্মান জানিয়েছে"।
এদিন মুখ্যমন্ত্রী হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এবং শ্রীভূমি-র দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ, বহু গুণিজন, মন্ত্রীসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। প্রতিটি পুজো মণ্ডপের ভুয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, "প্রতিটি প্যান্ডেল অসাধারণ। এবং প্রতিটা সূক্ষ্ম শিল্পকর্মের পেছনে রয়েছে আমাদের শিল্পী, কারিগর এবং সংগঠকদের কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম। বাংলার সমৃদ্ধ সৃজনশীল ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং তাদের ভক্তি ও শ্রমের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মুখে আনন্দ ফুটিয়ে তোলার জন্য আমি তাঁদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই"।
এদিকে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটির জেরে আকাশের মুখ ভার। পুজোতেও বৃষ্টির আশঙ্কা। এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদিও কালো মেঘ আমাদের আকাশে ছায়া ফেলেছে, আমার দৃঢ় বিশ্বাস যে, মা দুর্গার কৃপায় এই সংকট কেটে যাবে।প্রার্থনা করি, মায়ের আশীর্বাদে বাংলার প্রতিটি পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসুক। দূর হোক ঘৃণা, জয়ী হোক ভালোবাসা, মানবতাবাদ। আমি মনে করি, একতা ও মানবিকতাই হল আমাদের প্রকৃত ভিত্তি। মানবতার কোনও জাত নেই, ধর্ম নেই, সম্প্রদায় নেই, মানুষ কেবল মানুষ। আর তাই বাংলার যেকোনো উৎসবে উদযাপন হয় একটাই ধর্মের। তার নাম মানব ধর্ম। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার ঐতিহ্য।জয় বাংলা! জয় মা দুর্গা"!
যদিও মমতার এদিনের পুজো মণ্ডপের উদ্বোধনকে কেন্দ্র করে তীব্র নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "শুধুমাত্র সংকীর্ণ ভোট রাজনীতির স্বার্থেই এই কাজ জেনে বুঝে করছেন মুখ্যমন্ত্রী"। বিরোধী দলনেতা আরও বলেন, ‘পিতৃপক্ষ’ হল স্মরণ, শ্রাদ্ধ এবং সংযমের সময়। এই সময় নতুন কিছু শুরু করার জন্য অশুভ বলে ধরা হয়। মমতা নির্লজ্জভাবে মহালয়ার ঠিক আগে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করলেন। এটা অজ্ঞতা নয়; এটা একেবারেই পরিকল্পিত হিন্দু বিদ্বেষ। আমাদের শাস্ত্র ও প্রথা অনুসারে এটা পরিষ্কার পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা যায় না, কোনো উৎসব হয় না, কারণ তা অশুভ ডেকে আনে। মহালয়াই আসল সময়, যেদিন মা দুর্গাকে আহ্বান জানানো হয়, শারদীয়ার প্রকৃত সূচনা হয়"।
শনিবার পুজো মণ্ডপের উদ্বোধন করলেও অন্দর সজ্জা ঘুরে দেখেন নি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি পুজোমণ্ডপ উদ্বোধন করতে এসেছি। মাতৃপ্রতিমার নয়। মহালয়ার দিন থেকে মাতৃপ্রতিমার উদ্বোধন করব।’’ এদিন শ্রীভূমি পুজো মণ্ডপের উদ্বোধন করে বাংলা এবং বাঙালিদের হেনস্থা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।