Mamata Banerjee on Debashis Dhar: প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের বিজেপি প্রার্থীপদ বাতিল নিয়ে এবার জনসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা থেকে প্রথমবার দেবাশিস ধরকে নিয়ে মুখ খুললেন মমতা। কেন তাঁর মনোনয়ন বাতিল হয়েছে তাও কারণ-সহ জানিয়ে দিলেন তিনি।
প্রাক্তন আইপিএস দেবাশিস ধর চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেপির হয়ে বীরভূম কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তাঁর মনোনয়ন গত শুক্রবার বাতিল হয়ে যায়। এদিন মালদার সভা থেকে দেবাশিসের নাম না করে বলেছেন মমতা। বলেন, 'এবার আমার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের একটু বলি, একজন আইপিএস দেখলেন পদত্যাগপত্র গৃহীত হলেও প্রার্থী হতে পারলেন না। ত্রুটি ছিল বলে। প্রসূন এমন এক জন মানুষ যে পুলিশের সবমহলে কাজ করেছে। কিন্তু ওঁর নামে কোনও দিন কোনও মানুষ মারার বদনাম ছিল না। ওঁর নামে কোনও দিনও কোনও অভিযোগ ছিল না। ওঁর নামে কোনও দিনও গুলি চালানোর অভিযোগ ছিল না। ওঁ চিরকাল দৌড়ে গিয়েছে।'
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। তাঁর বিরুদ্ধে নিষ্ক্রীয়তার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। দেবাশিসকেই কাঠগড়ায় তোলে শাসকদল। সেই ঘটনায় নাম না করে রবিবার দেবাশিসকে কটাক্ষ করেন মমতা।
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এতদিন যাঁদের ভোটে জিতে এল তাঁরাই নাকি অনুপ্রবেশকারী, সবাই যদি অনুপ্রবেশকারী হয় তাহলে আপনিও অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী। আমিও তাহলে অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী। সব পঞ্চায়েত, বিধানসভাও তাই। ভোটের সময় এঁদেরই ভোট নিয়ে জেতে। তার পর সব ভুলে যায়, মানুষকে বোকা বানায় বিজেপি। ছলনা করে সাধারণ মানুষকে ঠকিয়ে নানা জায়গায় ঘুরে বেড়ায় নেতারা।'
আরও পড়ুন Premium: আয়-সম্পত্তিতে দাপুটে এই TMC প্রার্থীকে ঘোল খাওয়াবেন তাঁর স্ত্রী! তাঁদের পরিচয় জানেন?
উল্লেখ্য, এবার লোকসভায় বাংলা থেকে দুই প্রাক্তন পুলিশকর্তা প্রার্থী হয়েছেন। প্রসূনকে রাজ্য সরকার ছাড়পত্র দিলেও দেবাশিসকে দেওয়া হয়নি। এমনটাই অভিযোগ বিজেপির। শুক্রবার দেবাশিসের মনোনয়ন বাতিল হওয়ায় প্রশাসনের চক্রান্ত দেখে বিজেপি। কিন্তু ত্রুটির কারণে মনোনয়ন বাতিল হয়েছে বলে বুঝিয়ে দিলেন মমতা। এতে যে রাজ্যের কোনও ভূমিকা নেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।