scorecardresearch

ভাইজানকে নিয়ে ভীষণ চিন্তিত ‘দিদি’ মমতা! কেন?

১৩ বছর পর কলকাতায় সলমন খান। বাড়ি গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Mamata Banerjee expressed concern about Salman Khans safety security , সলমান খান নিরাপত্তা মমতা ব্যানার্জী
সলমান খানকে উত্তরীয় পরিয়ে নিজের বাড়িতে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফটো

১৩ বছর পর কলকাতায় এসেছেন সলমান খান। স্বভাবিকভাবেই ভাইজানের অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে যান সলমান। তার কয়েক ঘন্টা আগে থেকেই অবশ্য দক্ষিণ কলকাতার এই হাইপ্রোফাইল অঞ্চলে ভিড় জমে যায়। ফলে নিরাপত্তা কঠোর করতে হয় পুলিশকে। সেসব পেরিয়েই অভিনেতার কনভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামেন এসে থামে। কনভয়ের দ্বিতীয় গাড়ি থেকে নামেন সলমান খান। এরপরই জোড়-হাতে এগিয়ে যান মুখ্যমন্ত্রীর দিকে। মমতাও উত্তরীয় গলায় দিয়ে স্বাগত জানান অভিনেতাকে।

শনিবার সলমান খানের পরনে ছিল আকাশি জিনস এবং নীল ফ্যাকাসে রঙের শার্ট। ছোখে সালগ্লাস। তখন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বেশ ভিড়। মমতার ইশারাতেই সকলের উদ্দেশে হাড় নাড়েন সলমান খান।

মুখ্যন্ত্রীর বাড়িতে সলমান খান।

এরপর মুখ্যমন্ত্রী অতিথি অভিনেতাকে বাড়ির মধ্যে নিয়ে চলে যান। তাঁদের মধ্যে মিনিট চল্লিশেক কথা হয়। বাড়ি থেকে বেরিয়ে চলে যান সলমান খান। তিনি অবশ্য এদিন মুখ খোলেননি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ‘ওঁর নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত।’

কেন এই চিন্তা? গত বছর ২৯শে জুন পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুন হন।এরপর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। তারপরই ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানে মুম্বই পুলিশ সলমান খানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয়। ফলে বলিউড স্টার সলমান খানের নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েইছে। যা নিয়ে এদিন নিজের বাড়িতে দাঁড়িয়েই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee expressed concern about salman khans safety security