Advertisment

Mamata Banerjee: 'ওরা দাঙ্গা করবে', তারিখ উল্লেখ করে কাঁপানো আশঙ্কা তৃণমূলনেত্রীর!

Mamata Banerjee on Ram Navami: এবার নির্বাচনী সভামঞ্চ থেকেই মারাত্মক আশঙ্কার কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার হুড়ায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচার সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীকে সমর্থনের আবেদনের পাশাপাশি বিরোধী বিজেপিকে তুলোধনা করেছেন তৃণমূলনেত্রী। একইসঙ্গে তাঁর নিশানা থেকে বাদ পড়েনি বাম-কংগ্রেসও।

author-image
IE Bangla Web Desk
New Update
2 tmc councillor get show cause notice by leadership due to group clash

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-Lok Sabha Election 2024: প্রথম পর্বে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচার সেরে এবার দক্ষিণবঙ্গে ঢুকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার পুরুলিয়ার (Purulia) হুড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে মারাত্মক আশঙ্কার কথা শোনালেন তৃণমূলনেত্রী। BJP-কে তুলোধনা করে রাজ্যে দাঙ্গার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। রীতিমতো তারিখ উল্লেখ করে সেই আশঙ্কার কথা নিজে মুখে শোনালেন তৃণমূল সুপ্রিমো।

Advertisment

'দাঙ্গা' আশঙ্কা নিয়ে কী বললেন তৃণমূলনেত্রী?

"আবার রামনবমী (Ram Navami) আসছে। একটা চকোলেট বোমা ফাটলেও দেখবেন NIA- পাঠিয়ে দেবে। মিছিল করুন, মিটিং করুন দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা। ১৯ তারিখ ভোট, ১৭ তারিখ দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি যে তুমি দাঙ্গা করো। কিন্তু এরা দাঙ্গা করবে। দাঙ্গা করেই NIA ঢুকিয়ে দেবে। কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে। ওদের নাচন-কোদন, আপনারা পরের দিন শান্তির মিছিল করবেন। ওদের নাচন-কোদন বন্ধ করে দেবেন।"

এদিন পুরুলিয়ার হুড়ার নির্বাচনী সভা থেকে ফের একবার গতকাল ভূপতিনগরে NIA-এর অভিযান নিয়েও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তুমুল সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো এদিনও বলেন, "পুলিশের পোশাক পরে এর আগে সিঙ্গুর (Singur), নন্দীগ্রামে (Nandigram) অনেক বদমায়েশি করেছে। মধ্যরাতে বাড়িতে ঢুকে গেল। মা-বোনেরা প্রতিবাদ করল তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। মা-বোনেরা প্রতিবাদ করায় মামলা হয়েছে। প্রতিবাদ করলেই NIA ঢুকিয়ে দিচ্ছে। NIA-CBI বিজেপির ভাইভাই। দেশের সব নেতাকে গ্রেফতার করছে।"

আরও পড়ুন- Locket Chatterjee: ‘অন্ধকার ছিল, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে’, লকেটের মারাত্মক অভিযোগে হইহই কাণ্ড!

আরও পড়ুন- Digha: ভাবতেই পারবেন না! পর্যটকদের স্বার্থে অকল্পনীয় উদ্যোগ দিঘায়! যুগান্তকারী তৎপরতায় প্রশংসার স্রোত!

অন্যদিকে, সম্প্রতি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল ঝড়ে (Jalpaiguri Storm) হাজার-হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য দিতে চায় রাজ্য সরকার। তবে বর্তমানে নির্বাচন বিধি জারি থাকায় এক্ষেত্রে নির্বাচন কমিশনের (Election Commission) অনুমতি নিতে হয়। তবে সেই অনুমতি চাওয়া হলেও গত ৬ দিনেও তা মেলেনি বলে এদিন দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন বিধি থাকায় সরাসরি সুবিধা দেওয়া যায় না। বাড়ি তৈরি করে দিতে চাই। এখন ভোট লছে ,অনুমতি নিতে হয়। নির্বাচন কমিশনের কাছে ৬ দিন আগে বলেছিলাম, এখনও অনুমতি দেয়নি। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক।"

West Bengal Ramnavami tmc bjp loksabha election 2024 Mamata Banerjee Riot
Advertisment