Advertisment

২১শের মঞ্চেই বড় আশঙ্কা মমতার! 'কাল-পরশু থেকেই শুরু হয়ে যাবে', কী?

'কাল-পরশু থেকেই আবার শুরু হয়ে যাবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee fears that party leaders will be caught again by the central agency since tomorrow , ২১শের মঞ্চেই বড় আশঙ্কা মমতার! 'কাল-পরশু থেকেই শুরু হয়ে যাবে', কী?

বৃষ্টিতে ভিজেই এদিন ২১শের মঞ্চে বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী। ছবি- পার্থ পাল

শঙ্কিত মুখ্যমন্ত্রী। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে সাফ সেকথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আজ ২১শে জুলাই হয়ে গেল, হয়তো কাল, পরশু থেকেই আবার শুরু হয়ে যাবে।' মমতার আশঙ্কার সঙ্গেই উস্কে গেল গত বছর (২০২২ সাল) ২১শে জুলাইয়ের পর তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গ।

Advertisment

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মণিপুর থেকে পঞ্চায়েত ভোট, বাংলাকে ১০০ দিনের টাকা আটকে দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলোকে কিনে নিয়েছে। ফলে সংবাদ মাধ্যম থেকে মানুষের যে ধারণা তৈরি হয়েছে তা সঠিক নয় বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'বিজেপি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। যদি কিছু না বলে তাহলেই আয়কর, ইডি, সিবিআই তল্লাশি করবে। দেখবেন আজ ২১শে জুলাই হয়ে গেল, কাল-পরশু থেকেই আবার শুরু হয়ে যাবে। আমরা জানি, আমরা জেনেশুনেই লড়াইতে নেমেছি। এই লড়াইতে নয় আমাকে, নয় আপনাকে জেলে পুড়বে। কিন্তু তৃণমূলকে শেষ করতে পারবে না, ইন্ডিয়াকে শেষ করতে পারবে না। '

কেন হঠাৎ এই শঙ্কা করলেন মুখ্যমন্ত্রী?

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গতবার ২১শে জুলাইয়ের পর, ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। রাতভর অভিযানের পরদিন সকালে তাঁকে গ্রেফতার করে এজেন্সি। পাশাপাশি সেদিনই পার্থ 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। তাঁর দু'টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি নগদ সহ বিপুল মূল্যের সোনা, মূল্যবান জিনিসপত্র।

আরও পড়ুন- ২১শের মঞ্চেও মমতার মুখে ফের ‘খেলা হবে’, এবার কী কারণে?

এরপর বেশ কয়েকদিন মুখ খোলেননি মমতা। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থকে দলীয় পদ থেকে ইপসারিত করেন। মন্ত্রিত্ব থেকেও সরানো হয়। ক্রমশ পার্থর সঙ্গে দূরত্ব তৈরি শুরু করে তৃণমূল। এরপর পঞ্চায়েত ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল। তবুও, স্বস্তিতে নেই নেত্রী। খোলাখুলি বলে ফেললেন আশঙ্কার কথা।

আরও পড়ুন- ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে’, অভিষেকের হুঁশিয়ারি শুনেই পাল্টা জবাব শুভেন্দু

আরও পড়ুন- অভিষেকের ঘোষণায় সায় নেই মমতার! একুশের ভরা সভায় সাফ জানালেন সেকথাই!

partha chatterjee 21 July Shahid Diwas cbi ED tmc Mamata Banerjee Shahid Diwas
Advertisment