'বাড়িতে অন্তত ১০০ বার ফুটবল নাচাই', কেন? জানালেন মমতা
'আমি খেলতে ভালবাসি। কিন্তু সিপিএমের আমলে মার খেতে খেতে আমার দুই হাত, দুটো পায়ে ও কোমরেও চোট রয়েছে। তা সত্ত্বেও আমি মনের জোরে খেলাটাকে ভালবাসি এবং এবং খেলি।'
মঙ্গলবারই উদযাপিত হয়েছে 'খেলা হবে দিবস।' ফুটবলে শট মেরে ডুরান্ট কাপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সাংসদ থেকে বিধায়ক, কাউন্সিলররা এলাকায় এলাকায় 'খেলা হবে দিবস' পালনে মেতেছিলেন। এসবের ২৪ ঘন্টার মধ্যেই বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি বাড়িতে অন্তত ১০০ বার ফুটবলটাকে নাচাই।'
Advertisment
কেন এমন করতে হয় মুখ্যমন্ত্রীকে? তার কারণও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'আমি ফুটবলটাকে ভালোবাসি বলেই খেলা হবে স্লোগান দিয়েছিলাম। আমি রোজ বাড়িতে অন্তত ১০০বার ফুটবলটাকে নাচাই। তার কারণ খেলা হবে মনে রাখার জন্য। এটা বার-বার আমাকে খেলা হবে মনে করিয়ে দেয়।'
এরপরই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার সময় ছোটবেলার নিজের খেলার দিনগুলোর স্মৃতি আওড়ান মুখ্যমন্ত্রী। বলেন, 'আমি খেলতে ভালবাসি। কিন্তু সিপিএমের আমলে মার খেতে খেতে আমার দুই হাত, দুটো পায়ে ও কোমরেও চোট রয়েছে। তা সত্ত্বেও আমি মনের জোরে খেলাটাকে ভালবাসি এবং এবং খেলি। আমি ছোটবেলা গুলি, পিট্টু লাট্টু খেলেছি। কাবাডিও খেলেছি। আমি তো এশিয়াডের সময় কবাডিকে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। সুযোগ পেলে একটু আধটু ব্যাডমিন্টনও খেলি। আদিগঙ্গায় সাঁতারও কেটেছি।'
ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠান থেকে এ দিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি হবে প্রথম। আমি একটু আগেই মঞ্চ থেকে একজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম। তিনি আর কেউ নন, আমাদের শিক্ষামন্ত্রী। আমি যে কোনও কাজ করার আগে যে দায়িত্বে আছে তাঁকে ছুঁয়ে নিই। সেই মতো আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে নিলাম। আমি গোয়েঙ্কাদের সঙ্গেও কথা বলে নিয়েছি। আমাদের সব আছে কিন্তু কোনও স্পোর্টস ইউনিভার্সিটি নেই। আসুন একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করি। এর ফলে ছেলে, মেয়েগুলোকে আর এদিক, ওদিক যেতে হবে না।'
এ দিন ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷