আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে ফেরার পথে কপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। ফিজিওথেরাপি চলছে মুখ্যমন্ত্রীর। বুধবার প্রায় ঘণ্টা দু'য়েক বাড়িতে তাঁর ফিজিওথেরাপি হয়েছে। আপাতত বাড়ি বসেই যাবতীয় কাজ সারছেন তৃণমূল সুপ্রিমো।
জলপাইগুড়ির ক্রান্তির প্রচার সেরে কপ্টারে ফিরছিলেন তৃণমূলনেত্রী। আচমকা আবহাওয়া খারাপ হওয়ায় সেবকে তাঁর কপ্টারের জরুরি অবতরণ করানো হয়। সেখানেই কপ্টার থেকে নামতে গিয়ে সম্ভবত পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। পরে এসএসকেএমে তাঁর চিকিৎসা হয়। চিকিৎসকদের পরামর্শেই আাপতত বাড়িতে বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- মতুয়াদের ধর্মগুরুর নাম ভুল উচ্চারণ, ভোটের মুখে মমতাকে ঝাঁঝালো আক্রমণ নওশাদের
বুধবার তাঁর বাড়িতে গিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসদের দল ও ফিজিওথেরাপিস্ট। তাঁরা বেশ কিছুক্ষণ ধরে মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি খুঁটিয়ে পরীক্ষা করেছেন। এরই পাশাপাশি গতকাল বাড়িতেই ঘণ্টা দু'য়েক ধরে তাঁর ফিজিওথেরাপি হয়েছে।
বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট তাঁর ফিজিওথেরাপি করেছেন। বাঁ পায়ের লিগামেন্টে চোট রয়েছে মুখ্যমন্ত্রীর। পায়ের লিগামেন্ট ছাড়াও কোমরেও চোট লেগেছে। তবে আগের চেয়ে তিনি ভালো আছেন। কিন্তু হাঁটা চলা করলে ব্যথা লাগছে। তাঁর পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কয়েকদিন সময় লাগতে পারে।